আরও পড়ুনঃ জন্মাষ্টমী উপলক্ষে যা করলেন এই শিল্পী…! ধন্য ধন্য করছে কোচবিহারবাসী
মুক্ত সংশোধনাগারে সেইসব বন্দিরাই আসতে পারে, যাদের আচার ব্যবহার ভাল থাকে। এখানে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত হাতেগোনা কয়েকজন বন্দি তথা আবাসিকেরা থাকে সংশোধনাগারেরই একটি ভবনে। সকাল ৬টায় তারা সংশোধনাগার থেকে ছাড়া পান। এই সময়টা কেউ কোনও কাজ করতে পারে বা বাড়ি যেতে পারে। তবে একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে থাকারই নিয়ম এবং রাত ৮টায় তাদের ফের সংশোধনাগারে ফিরে আসার কথা। কিন্তু রায়গঞ্জ মুক্ত সংশোধনাগারের এই আবাসিক প্রেমচাঁদ শনিবার রাতে নির্ধারিত সময়ে আর ফিরে আসেনি। পরে আবাসিক সংখ্যা মেলাতে গিয়ে সংশোধনগার কর্তৃপক্ষ বুঝতে পারে উধাও হয়েছে ঐ আবাসিক। তার মোবাইলেও ফোন করে খোঁজ নেওয়া হয়। কিন্তু ফোন কেউ ধরেনি।
advertisement
শেষপর্যন্ত ওই রাতেই শুরু হয় খোঁজখবর। রায়গঞ্জে বাইপাসের ধার থেকে তার মোবাইল ফোনটি উদ্ধার হয়। এরপর বন্দি পালানোর বিষয়টি রায়গঞ্জ থানাতেও অভিযোগ জানানো হয়, বলে জানিয়েছেন রায়গঞ্জ মুক্ত সংশোধনাগারের অ্যাসিস্ট্যান্ট জেলার শশাঙ্ক শেখর মণ্ডল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ সংশোধনাগারে।