TRENDING:

ছোট্ট চালের দানায় চন্দ্রযান-৩! এমন আঁকা ছবি দেখেছেন কখনও? দেখুন তো

Last Updated:

chandrayaan-3: চালের দানায় চন্দ্রযান-৩। দেখলে অবাক হবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি : ক্ষুদ্র মূর্তি তৈরি করতে দেখা যায় অনেককেই। কিন্তু একটি চাল বা ডালের মধ্যে মাইক্রো আর্ট করা সহজ কথা নয়। চালের দানায় চন্দ্রযান থ্রি ও ডালের মধ্যে দুর্গাপ্রতিমার মুখ এঁকে তাক লাগিয়েছে কলেজ ছাত্রী অরুণিমা।
advertisement

মাইক্রো আর্টসের মাধ্যমে জলপাইগুড়িবাসীকে তাক লাগিয়ে দিয়েছে অরুণিমা চক্রবর্তী । এর সঙ্গে ডালের মধ্যে দুর্গা প্রতিমার একটি মুখও তৈরি করেছেন তিনি। তাঁর কথায়, আমার সব সময় নতুন কিছু করার চিন্তাভাবনা থাকে। যদিও মাইক্রো আর্টের সঙ্গে আমি কয়েক বছর থেকে যুক্ত আছি । তাই এ বছর একটি অভিনব চিন্তা করলাম। চন্দ্রযান থ্রি-কে একটি ক্ষুদ্র জিনিসের মধ্যে যদি ফুটিয়ে তোলা যায়। তাই একটি চালের মধ্যে তুলে ধরেছি।

advertisement

আরও পড়ুন- মাত্র দু’মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড! ভয়াবহ টর্নেডোয় মিনাখাঁর আমতলায় আহত একাধিক

এই ধরনের একটি মাইক্রো জিনিসের মধ্যে সুন্দর আর্ট সত্যি তাক লাগিয়েছে জলপাইগুড়িবাসীকে। এছাড়াও তিনি একটা ডালের মধ্যে দুর্গা প্রতিমার একটি মুখ এঁকেছেন। সেই আঁকা দেখতে পাড়া প্রতিবেশী সকলেই বাড়ি এসে ভীড় করছেন।

এ বিষয়ে অরুণিমার বাবা বলেছেন, “মেয়ে সবসময়ই কিছু অভিনব কাজ করার চিন্তাভাবনা করে। এবছর চন্দ্রযান থ্রি এর অবয়ব তুলে ধরেছে। ওর উজ্জ্বল ভবিষ্যতের আশা করছি।”

advertisement

চালের মধ্যে চন্দ্রযান থ্রি আঁকার জন্য ইন্ডিয়াবুক অফ রেকর্ড এর তরফ থেকে তাঁকে শীর্ষ সম্মানের শিরোপা দিয়েছে। সন্মান হিসেবে তাঁকে মেডেলও উপহার দিয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
মায়ের আগমনে অবসান দেড়শ বছরের পুরনো বিবাদ! মিলে গেল ২ পাড়া, আনন্দ এখন দেখে কে
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ছোট্ট চালের দানায় চন্দ্রযান-৩! এমন আঁকা ছবি দেখেছেন কখনও? দেখুন তো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল