TRENDING:

কুকুরের কামড়ে মারা গিয়েছিল ছাগল, সেই ছাগলের মাংসে বিষ মেশাতে মৃত ১৩টি কুকুর!

Last Updated:

গ্রামবাসীদের দাবি, একসময় এই ভুটুই গ্রামে চিতাবাঘের হামলা থেকে বাসিন্দাদের প্রাণ বাঁচিয়েছিল। শুধু কুকুর নয়, আশপাশে বৈকুন্ঠপুরের জঙ্গল থেকে আসা ময়ূরদেরও বিষক্রিয়ার শিকার হওয়ার আশঙ্কা করছেন পরিবেশকর্মীরা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তনু কর, জলপাইগুড়ি: মোহিতনগর এলাকায় চাঞ্চল্যকর কুকুর হত্যার ঘটনায় কাঠগড়ায় চা শ্রমিক দুলাল দাস। অভিযোগ, কয়েক দিন আগে তার একটি ছাগল এলাকার একটি কুকুরের কামড়ে মারা যায়। এর বদলা নিতে মৃত ছাগলের দেহে কীটনাশক মিশিয়ে দেন দুলাল। সেই মাংস খেয়ে মারা গেছে অন্তত ১৩টি কুকুর, যার মধ্যে রয়েছে এলাকার সবচেয়ে বিশ্বস্ত ও শিকারি কুকুর ভুটুও।
কয়েক দিন আগে তার একটি ছাগল এলাকার একটি কুকুরের কামড়ে মারা যায়। এর বদলা নিতে মৃত ছাগলের দেহে কীটনাশক মিশিয়ে দেন দুলাল। সেই মাংস খেয়ে মারা গেছে অন্তত ১৩টি কুকুর, যার মধ্যে রয়েছে এলাকার সবচেয়ে বিশ্বস্ত ও শিকারি কুকুর ভুটুও।
কয়েক দিন আগে তার একটি ছাগল এলাকার একটি কুকুরের কামড়ে মারা যায়। এর বদলা নিতে মৃত ছাগলের দেহে কীটনাশক মিশিয়ে দেন দুলাল। সেই মাংস খেয়ে মারা গেছে অন্তত ১৩টি কুকুর, যার মধ্যে রয়েছে এলাকার সবচেয়ে বিশ্বস্ত ও শিকারি কুকুর ভুটুও।
advertisement

গ্রামবাসীদের দাবি, একসময় এই ভুটুই গ্রামে চিতাবাঘের হামলা থেকে বাসিন্দাদের প্রাণ বাঁচিয়েছিল। শুধু কুকুর নয়, আশপাশে বৈকুন্ঠপুরের জঙ্গল থেকে আসা ময়ূরদেরও বিষক্রিয়ার শিকার হওয়ার আশঙ্কা করছেন পরিবেশকর্মীরা।

মদ নয়, ‘মহৌষধ’! রাম খেলেই ১০ রোগ থেকে মুক্তি…কী ভাবে? জানুন রামের এই আশ্চর্য ‘গুণ’!

‘রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না’ সিন্ধুর জলচুক্তি দেশের বা কৃষকদের স্বার্থে নয়! ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

advertisement

অসুস্থ কুকুরদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন পশুপ্রেমীরা। মৃত কুকুরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তবে অভিযোগ দায়ের হতেই ফেরার হয়েছে দুলাল দাস। পুলিশ জানিয়েছে, তার খোঁজ চলছে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কুকুরের কামড়ে মারা গিয়েছিল ছাগল, সেই ছাগলের মাংসে বিষ মেশাতে মৃত ১৩টি কুকুর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল