পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম মোহাম্মদ সাজুল আলী (৪৫), বাড়ি নুরপুর মন্ডলপাড়া এলাকায়। মৃত সিভিক ভলেন্টিয়ারের পরিবারে রয়েছে স্ত্রী সহ তিনটি নাবালক সন্তান। এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রামে।
advertisement
চিন যেভাবে পাকিস্তানকে শক্তিশালী করছে, আর উপায় নেই! নতুন চাল, কোন দেশের সঙ্গে হাত মেলাল ভারত?
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোহাম্মদ সাজুল আলী ডিউটি করে বাড়ি ফেরার সময়, বাড়ির ছাগলের জন্য কাঁঠাল পাতা ভাঙতে মাঠের দিকে যায়। মাঠে যাওয়ার পথে সেই সময় ঝুলন্ত অবস্থায় থাকা একটি বিদ্যুত খুঁটির তার লেগে তড়িদাহত হয় ওই সিভিক ভলেন্টিয়ার। তড়িদাহত হয়ে মাঠেই লুটিয়ে পড়ে ওই সিভিক ভলেন্টিয়ার। এরপর স্থানীয়রা দেখতে পেলে গুরুতর জখম অবস্থায় ওই সিভিক ভলেন্টিয়ার কে তড়িঘড়ি উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এর পর মানিকচক থানার পুলিশ হাসপাতালে পৌঁছে মৃত সিভিক ভলেন্টিয়ারের দেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ মানিকচক থানা প্রাঙ্গণে। এদিকে মৃত সিভিক ভলেন্টিয়ারের আত্মীয় এবং গ্রামবাসীদের দাবি, সরকার যেন মৃত সেই সিভিক ভলেন্টিয়ারের চাকরি তার স্ত্রীকে দিয়ে আর্থিকভাবে পাশে দাঁড়ানোর মত ব্যবস্থা করে।
জিএম মোমিন।