TRENDING:

Wedding Bizarre News: পরনে বেনারসি, গায়ে গয়না! বিদায়ের আগে পার্লারে সাজতে গিয়ে 'লাপাতা' নববধূ! হাপুস নয়নে কাঁদছে বর! তারপর যা ঘটল...

Last Updated:

Wedding Bizarre News: বিউটি পার্লারে বাসি বিয়ের জন্য সাজতে গিয়ে 'লাপাতা' নববধূ। কোথায় গেলেন তিনি, জানেন না কেউ। নববধূকে তুলতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন নতুন বর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: বিউটি পার্লারে বাসি বিয়ের জন্য সাজতে গিয়েই ‘লাপাতা’ নববধূ।কোথায় গেলেন তিনি? জানেন না কেউই। এদিকে ঘরে নববধূকে তুলতে না পেরে কান্নায় ভেঙে পড়েন নতুন বর। দক্ষিণ মাজিদখানা এলাকায় চাঞ্চল্য। সাত পাক ঘুরেছেন দু’দিন আগে। বাসি বিয়ের নিয়ম শুধু বাকি ছিল, তার আগেই উধাও নববধূ। নববধূকে বাড়িতে স্বাগত জানানোর জন্য সবরকম প্রস্তুতি ছিল, শেষ পর্যন্ত নববধূ আর বাড়িতে ফিরল না। এদিনের ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন বরের বাড়ির সদস্যরা। ‌মুহূর্তের মধ্যেই বদলে যায় বাড়ির পরিবেশ। ‌
প্রতিকী
প্রতিকী
advertisement

আলিপুরদুয়ারের দু’নম্বর ব্লকের শামুকতলা রোড তথা দক্ষিণ মাজিদখানা এলাকার এক সরকারি চাকুরিজীবি পাত্র বিয়ে করতে গিয়েছিলেন আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের যশোডাঙ্গা বিশ্বাসপাড়া এলাকার পাত্রীকে। বিয়ের সাত পাক ঘোরার পরেও নববধূকে বাড়ি নিয়ে যাওয়া হল না বরের। ‌ রীতিমতো বরকে বাড়িতে বসিয়ে রেখে উধাও হয়ে যায় নববধূ। ‌আর এই ঘটনা প্রকাশ হতেই শোরগোল পড়ে গিয়েছে কনের বাড়ি-সহ গোটা গ্রাম, এমনকি থানা এলাকায়। দুই পরিবারের আলোচনার ভিত্তিতেই পাত্রের বাবা তার ছেলের বিয়ে ঠিক করেন যশোডাঙ্গা এলাকার বাসিন্দা ওই পাত্রীর সঙ্গে।

advertisement

আরও পড়ুনঃ থরথর করে কাঁপছিল নতুন মায়েরা, শুরু হয় প্রবল শ্বাসকষ্ট! সন্তান জন্ম দেওয়ার পরেই কী ঘটল বালুরঘাট হাসপাতালের স্ত্রী বিভাগে? তোলপাড়

বৃহস্পতিবার রাতে সাতপাকে আবদ্ধ হন পাত্র এবং পাত্রী। শুক্রবার ছিল কনে বিদায়ের দিন। বাসি বিয়ে উপলক্ষে বেলা আড়াই’টে নাগাদ কনে বাড়ি থেকে বিউটি পার্লারে যান ভাইকে নিয়ে সাজগোজ করতে। আর সেখান থেকেই রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় নববধূ।‌ শুক্রবার সন্ধ্যায় পাত্র ফিরে আসে বাড়িতে। রীতিমতো দুই পক্ষের অভিভাবক এবং পঞ্চায়েত-সহ বিশিষ্টজনদের নিয়ে যশোডাঙ্গা হাই স্কুল সংলগ্ন এলাকায় আলোচনা সভা হয়। আলোচনা সভার পরেই নববধূর পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করতে শামুকতলা থানায় যাওয়া হয় অধিক রাতে।

advertisement

View More

এদিকে শুক্রবার রাতে দক্ষিণ মাজিদ খানা এলাকায় বরের বাড়িতে গিয়ে দেখা গেল প্যান্ডেল তৈরি হয়ে আছে। রবিবার ভুরিভোজ হওয়ার কথা ছিল, পাঁচশ নিমন্ত্রিতের। তাছাড়া রয়েছেন আত্মীয়-স্বজন আরও অনেকেই। ‌প্রায় পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে ছেলের বিয়ের জন্য, এমনটাই জানিয়েছেন বরের বাবা। রাত বারোটা পর্যন্ত নিখোঁজ বধূর সন্ধান পাওয়া যায়নি।‌ রহস্যজনক ভাবে নববধূ নিখোঁজ হয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়ে পাত্রপক্ষ।‌ উল্লেখ্য পাত্র খাদ্য দফতরের একজন সরকারি কর্মচারী। নববধূকে বাড়িতে নিয়ে যেতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন পাত্র। তবে পাত্রের বাবা জানিয়েছেন, আজ তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করবেন কনের বাড়ির বিরুদ্ধে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Wedding Bizarre News: পরনে বেনারসি, গায়ে গয়না! বিদায়ের আগে পার্লারে সাজতে গিয়ে 'লাপাতা' নববধূ! হাপুস নয়নে কাঁদছে বর! তারপর যা ঘটল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল