TRENDING:

পুরনো মালিকের কাকার গাজোয়ারি, নতুন কেনা জমিতে চাষে বাধা! ধুন্ধুমার মালদহে, দেখুন ভিডিও

Last Updated:

সকালে জসিমুদ্দিন চাষের জমিতে ধানের চারা রোপণ করছিলেন ও আকবর মাখনা তুলছিলেন। সেই সময় জমির আগের মালিক সোহরাবের কাকা ও তাঁর ছেলেরা লাঠিসোঁটা, লোহার রড ও ধারাল অস্ত্রশস্ত্র নিয়ে হাজির হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হরিশ্চন্দ্রপুর, মালদহ, জিএম মোমিন: সকাল হতেই লাঠিসোঁটা হাতে চাষের জমিতে ধুন্ধুমার বেঁধে গেল দু-পক্ষের মধ্যে। চাষে বাধা দেওয়ার অভিযোগে এই অশান্তি। দু’পক্ষের মধ্যে বচসা, মারামারিতে জখম হয়েছে নয় জন। চাঞ্চল্যকর ঘটনাটি মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের।
advertisement

চাষ করা নিয়ে দু’পক্ষের মধ্যে এই অশান্তির ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ধানের চারা রোপণ করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মারপিটে জড়ায় হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর গ্রামের বাসিন্দাদের একাংশ। মারামারিতে জখমদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: সূর্যের আলো ফুটতেই ২৫ হাতির পালের ধ্বংসযজ্ঞ শুরু! আতঙ্কে যে যেদিকে পারল দৌড় দিল

advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগমারা গ্রামের বাসিন্দা মহম্মদ জসিমুদ্দিন ও আকবর আলি পাশের নাজিমপুর গ্রামের বাসিন্দা সোহরাব আলির কাছ থেকে এক বছর আগে ছয় লক্ষ টাকার বিনিময়ে ছয় কাঠা‌ জমি কিনেছিলেন। অভিযোগ, সোহরাবের কাকা সেইফুল হক ও মৈফুল হক সহ তার আরাও তিন কাকার ছেলেরা সেই জমিতে জসিমুদ্দিন ও আকবরকে চাষ করতে দিচ্ছেন না।

advertisement

এদিন সকালে জসিমুদ্দিন চাষের জমিতে ধানের চারা রোপণ করছিলেন ও আকবর মাখনা তুলছিলেন। সেই সময় জমির আগের মালিক সোহরাবের কাকা ও তাঁর ছেলেরা লাঠিসোঁটা, লোহার রড ও ধারাল অস্ত্রশস্ত্র নিয়ে হাজির হন। চাষ করতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব?
আরও দেখুন

এই নিয়ে দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। জসিমুদ্দিন পক্ষের সাতজন এবং অভিযুক্ত সেইফুল ও মৈফুলের পক্ষের দু’জন জখম হয়। গ্রামের অন্যান্যরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আহতদের নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এক অভিযুক্তকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পুরনো মালিকের কাকার গাজোয়ারি, নতুন কেনা জমিতে চাষে বাধা! ধুন্ধুমার মালদহে, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল