আগে এই ব্যবস্থা না থাকায় একের পর এক হাসপাতালে ঘুরতে হত রোগীদের। চিকিৎসার আশায় হাসপাতাল স্থানান্তরের সময় মাঝ রাস্তায় রোগীমৃত্যুর নজিরও রয়েছে। সবদিক বিবেচনা করে তাই অত্যাধুনিক সিসিবি তৈরির অনুমোদন এসেছে স্বাস্থ্য দপ্তরের তরফে। কয়েকবছর আগেই সিসিবি তৈরির কাজ শুরু হতো রায়গঞ্জ মেডিক্যাল কলেজে। কিন্তু নানা কারণে সেই কাজ শুরু হয়নি। সম্প্রতি সেই সিসিবি চালুর প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। মেডিক্যাল কলেজের মর্গের কাছেই সিসিবি তৈরির জমিও চিহ্নিত করা হয়েছে। শীঘ্রই নির্মাণ কাজ চালু হওয়ার কথা।
advertisement
আরও পড়ুন: ঘরে বসে সরকারি পোর্টালের মাধ্যমে ঘরে বসে পেয়ে যাবেন কৃষির যন্ত্রাংশ! জানুন কীভাবে
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রায়গঞ্জ মেডিক্যালের সুপার প্রিয়ঙ্কর রায় বলেন, “আপতকালীন পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা দিতে সিসিবি তৈরি হবে। তারজন্য পাঁচতলা বহুতল নির্মাণ হবে। পূর্ত দপ্তর শীঘ্রই ৫০ শয্যা বিশিষ্ট এই সিসিবি তৈরির কাজ শুরু করবে। যেখানে দুটি অপারেশন থিয়েটার থাকবে। আইসিইউ, এইচডিইউ, ডায়ালিসিস ইউনিট, জরুরী বিভাগ, আইসোলেশন সহ অত্যাধুনিক ওয়ার্ড থাকবে। ১০ শয্যার আইসিইউ, ছয় শয্যার এইচডিইউ থাকছে। পাঁচটি শয্যা থাকছে জরুরী বিভাগেও। এছাড়াও ২০ টির বেশি শয্যা থাকবে আইসোলেশন ওয়ার্ডে। এই ক্রিটিক্যাল কেয়ারে গুরুতর অসুস্থতা বা আঘাতে আক্রান্ত রোগীদের মিলবে চিকিৎসা সেবা।”
পিয়া গুপ্তা