শাসক দলের এক শ্রেণীর নেতার মদতেই চলছিল এই জমির বেআইনি কারবার। সম্প্রতি শিলিগুড়ি লাগোয়া ঠাকুরনগরে সাহু নদীর উপর লোহার সেতু তৈরীর অভিযোগ ওঠে জমি মাফিয়াদের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে সেই লোহার সেতু গুঁড়িয়ে দেয় পুলিশ, প্রশাসন। বিষয়টি নজরে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নির্দেশ দেন কোনও রেয়াত করা যাবে না। তারপরই নড়েচড়ে বসে শিলিগুড়ি পুলিশ।
advertisement
আরও পড়ুন: 'স্বামী' সৌমিত্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সুজাতার! ডিভোর্স নিয়ে কড়া নির্দেশ কোর্টের
পুলিশ কমিশনার গৌরব শর্মার নির্দেশ যায় প্রতিটি থানায়। সেই মতো সক্রিয় হয়ে ওঠে পুলিশ। শিলিগুড়ির চার থানার পুলিশ বিশেষ অভিযানে নামে। গত ৩৬ ঘন্টায় অবৈধ জমি কারবারদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪০ জন জমি মাফিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের বিরুদ্ধে পুরনো একাধিক অভিযোগ ছিল।
আরও পড়ুন: 'দেশের কর্তাদের আস্ফালনের বিরুদ্ধে...' সরকারের বর্ষপূর্তিতে প্রত্যয়ী মমতার হুঁশিয়ারি!
শুধু তৃণমূলই নয়, সিপিএম নেতাদেরও গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে একাধিক ক্ষমতাশীলের নামও সামনে উঠে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, থানা ভিত্তিক জমি মাফিয়াদের নামের তালিকা তৈরী করা হচ্ছে। সেই তালিকা ধরেই চলবে ধরপাকড়। শিলিগুড়ি পুলিশের গোয়েন্দা বিভাগের এসিপি রাজেন ছেত্রী জানান, নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই চলছে অভিযান। গত ৩৬ ঘন্টায় ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠবে, তাদেরই গ্রেফতার করা হবে। অবৈধ জমি কারবারদের ছাড়া হবে না।