TRENDING:

North Bengal Medical Hospital-এ ফের ৩ শিশুর মৃত্যু, এখনও চিকিৎসাধীন প্রচুর শিশু

Last Updated:

North Bengal Medical College Hospital -এ বাড়ছে রেফার শিশু রোগীর চাপ, স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের! 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: ফের শিশু মৃত্যু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College Hospital)। সোম থেকে মঙ্গলবারের ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একটি ৩৪ দিনের শিশু রয়েছে। জলপাইগুড়ির কাঠামবাড়ির বাসিন্দা। সোমবারই ভর্তি করানো হয়েছিল  হাসপাতালে। অন্য দু'জনের বয়স যথাক্রমে ১ মাস ১৫ দিন ও ৯ মাস। একজনের বাড়ি ডুয়ার্সের বীরপাড়া এবং অন্যজন নকশালবাড়ির হাতিঘিষাতে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠীতে মৃত্যু হয়েছে ১৯ জন, সপ্তমীর দিনে ২০ জন, অষ্টমীতে ২১ জন, নবমীতে ১৫ এবং দশমীতে ১৪ জন রোগীর। যার মধ্যে শিশু মৃত্যুর সংখ্যা ১৫ এবং ২৬ জন মহিলার মৃত্যু হয়েছে। দূর্ঘটনায় জখম হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে গত ৫ দিনে! তবে সুখবর হল, ভাইরাল ফিভারে আক্রান্ত হয়ে পুজোর সময়ে এক জন শিশুরও মৃত্যু হয়নি। যদিও  বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। 
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠীতে মৃত্যু হয়েছে ১৯ জন, সপ্তমীর দিনে ২০ জন, অষ্টমীতে ২১ জন, নবমীতে ১৫ এবং দশমীতে ১৪ জন রোগীর। যার মধ্যে শিশু মৃত্যুর সংখ্যা ১৫ এবং ২৬ জন মহিলার মৃত্যু হয়েছে। দূর্ঘটনায় জখম হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে গত ৫ দিনে! তবে সুখবর হল, ভাইরাল ফিভারে আক্রান্ত হয়ে পুজোর সময়ে এক জন শিশুরও মৃত্যু হয়নি। যদিও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। 
advertisement

হাসপাতাল সুপার সঞ্জয় মল্লিকের দাবি, মৃতদের মধ্যে দু'জনের কম ওজন ও সেপটিসেমিয়ায় আক্রান্ত ছিল। আর ৩৪ দিনের শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। সময় পাওয়া যায়নি। তবুও চিকিৎসকেরা চেষ্টা চালিয়েছিলেন। যদি মৃত ৩৪ দিনের শিশুর কাকা বাসুদেব সরকারের দাবি, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে  ভর্তি করানো হয়েছিল।মঙ্গলবার  সকালের দিকেও দিব্যি খেলছিল। তারপর একটি ইঞ্জেকশন দেওয়া হয়। তারপরই অবস্থার অবনতি ঘটে এবং দুপুর সাড়ে ১২টা নাগাদ মৃত্যু হয়। তবে এনিয়ে গাফিলতির অভিযোগ সরাসরি করেননি তারা। কিন্তু শিশুটির মৃত্যু নিয়ে প্রশ্ন থাকছেই পরিবারের মধ্যে।

advertisement

আরও পড়ুন - IPL 2021 Points Table: একই দিনে KKR ও MI -র জয়, বদলে গেল পয়েন্ট টেবলের ছক

এই নিয়ে গত ৮ দিনে এক বালক সহ ১০ জন শিশুর মৃত্যু হল মেডিকেলে। যা ভাবাচ্ছে। যদিও মেডিকেল সুপারের দাবী, মৃত্যুর সংখ্যা বাড়েনি। সেপটসেমিয়া, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদেরই বাঁচানো সম্ভব হচ্ছে না। এদিকে গত ২৪ ঘণ্টায় ২৪ জন ভর্তি হয়েছে শিশু বিভাগে,এর মধ্যে ১৬ জন জ্বর সর্দি নিয়ে ভর্তি। বর্তমানে মোট ৬৯ জন শিশু ভর্তি। অর্থাৎ চাপ ক্রমেই বাড়ছে।

advertisement

আরও পড়ুন - Indian Cricket Team-র কোচ কি ফের বিদেশি! Anil Kumble ছিটকে গেলেন রেস থেকে

প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে শিশু ভর্তির সংখ্যা বাড়ছে মেডিকেলে। বেশীরভাগ ক্ষেত্রে রেফার রোগীর সংখ্যাই বাড়ছে। সুপার জানান, আগের চাইতে অন্য জেলা এবং গ্রামীন হাসপাতাল থেকে রেফার শিশু রোগীর সংখ্যা বেড়েছে। তাই জ্বর, সর্দি, কাশির উপসর্গ থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ জরুরী বলে জানান সুপার। সামনেই পুজো। তার আগে আরো সচেতন হতে হবে অবিভাবকদের। প্রসঙ্গত প্রতি বছর এই সময়ে ভাইরাল ফিভারে শিশুদের আক্রান্তের ঘটনা ঘটলেও এবারে সংখ্যাটা ঊর্ধ্বমুখী৷

advertisement

Partha Sarkar

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal Medical Hospital-এ ফের ৩ শিশুর মৃত্যু, এখনও চিকিৎসাধীন প্রচুর শিশু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল