বিধানসভায় বাংলা ভাগ বিরোধী প্রস্তাব পাশের বিরোধিতায় প্রথমে চব্বিশ ঘণ্টার অনশন এবং বৃহস্পতিবার সকাল থেকে ১২ ঘণ্টার পাহাড় বনধের ডাক দিয়েছিলেন বিনয় তামাং, অজয় এডওয়ার্ডের মতো জিটিএ-র বিরোধী শিবিরের দলের নেতারা৷ গতকাল থেকে দার্জিলিংয়ে অনশনও শুরু করেন তাঁরা৷ আগামিকাল থেকেই মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে৷ ফলে বনধ ডাকায় উদ্বেগে পড়েন পাহাড়ের কয়েক হাজার পরীক্ষার্থী৷ বিনয় তামাং অবশ্য জানিয়েছিলেন, জোর করে বনধ করা হবে না৷ পরীক্ষার্থীদেরও অসুবিধা করা হবে না৷
advertisement
দার্জিলিং খবর | Darjeeling News
আরও পড়ুন: প্যাকেট খুলতেই পচা দুর্গন্ধ, মুখে তোলাই দায়! শিলিগুড়িতে মমতার সভায় বিরিয়ানি বিতর্ক
গতকাল শিলিগুড়িতে পা দিয়ে বনধ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়ে দিয়েছিলেন, পাহাড়ে কোনও বনধ বরদাস্ত করা হবে না৷ এর পরেই বনধ নিয়ে আরও কঠোর মনোভাব নেয় প্রশাসন৷
অন্যদিকে পর্যটনেরর মরশুমে বনধ নিয়ে খুশি ছিলেন না পাহাড়ের ব্যবসায়ী, গাড়ির চালকরাও৷ গাড়ি চালকদের সংগঠনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, বনধে অংশ নিয়ে তাঁরা আর ক্ষতির সম্মুখীন হতে চান না৷ তাই বৃহস্পতিবার গাড়ি নিয়ে রাস্তায় নামবেন তাঁরা৷ ক্ষোভ জানান মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকরাও৷
আরও পড়ুন: বিজেপি বাংলা ভাগ চায় না, শিলিগুড়িতে বললেন দিলীপ ঘোষ, পালটা বিজেপিকে খোঁচা গৌতম দেবের
বনধ নিয়ে পাহাড়বাসীর এই মনোভাবেই বিনয় তামাংদের উপরে আরও চাপ বাড়ে৷ এর পরেই এ দিন তড়িঘড়ি জরুরি বৈঠকে বসেন অনশনে অংশ নেওয়া বিনয় তামাং সহ জিটিএ-এর ৯ সদস্য৷ সেই বৈঠকের পরই আপাতত বনধ স্থগিত রাখার কথা জানান বিনয়৷
বনধ স্থগিতের এই ঘোষণার পরেই জিটিএ প্রধান অনীত থাপা বলেন, আমি ডাকলেও এখন পাহাড়ে বনধ হবে না৷ পাহাড়বাসী আর বনধ চায় না৷ আর ওদের সঙ্গে তো লোকই নেই। পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে বনধের বিরোধিতা এসছে। আমি তো কালই বলেছিলাম বনধ হবে না।