TRENDING:

Oldest Voter: বয়স ১১৪ বছর! এ বারও হেঁটে বুথে গিয়ে ভোট দিতে চান কোচবিহারের প্রবীণতমা ভোটার

Last Updated:

Oldest Voter: জেলার ভোটার তালিকার মধ্যে থাকা প্রথম প্রবীণতম মানুষটির নাম হল কুমুদিনী বর্মনের। তাঁর বয়স ১১৪ বছর। শীতলকুচি বিধানসভা কেন্দ্রের খলিসামারি অঞ্চলের জটামারি গ্রামের বাসিন্দা এই মহিলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সার্থক পণ্ডিত, কোচবিহার: ইতিমধ্যে নির্বাচনের উত্তাপ ক্রমশ বাড়তে শুরু করেছে। পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রতিযোগিতা। ইতিমধ্যেই কোচবিহার জেলার ভোটার তালিকার প্রবীণতম মানুষগুলির নাম ঘোষণা করেছে জেলা প্রশাসন। এই তালিকার মধ্যে থাকা প্রথম নামটি হল কুমুদিনী বর্মনের। তাঁর বয়স ১১৪ বছর। শীতলকুচি বিধানসভা কেন্দ্রের খলিসামারি অঞ্চলের জটামারি গ্রামের বাসিন্দা এই মহিলা। ভাবতে অবাক লাগছে? তবে এটাই সত্যি! এই বয়সে এসেও তিনি রীতিমত হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছেন। আর চলতি বছরের লোকসভা নির্বাচনে তিনি বুথকেন্দ্রে গিয়ে ভোটও দেবেন।
advertisement

প্রবীণ ভোটার কুমুদিনী বর্মন জানান, জেলার মধ্যে তিনি সবচেয়ে প্রবীণ এই বিষয়টি তাঁর জানা ছিল না। তবে বিষয়টি জানার পর অনেকটাই খুশি তিনি। দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের উৎসব, ভোটের মধ্যে শামিল হতে বেশ ভাল লাগে তাঁর। বিগত বছরগুলিতেও তিনি স্বতঃস্ফূর্তভাবে ভোট দান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। তিনি বুথের মধ্যে গিয়েই ভোট দান করেছেন। চলতি বছরেও বুথ কেন্দ্রে গিয়ে ভোটদানের ইচ্ছা রয়েছে তাঁর। তবে এবার তাঁর জন্য কোনও আলাদা ব্যবস্থা আছে কিনা সেই বিষয়টি তাঁর জানা নেই।”

advertisement

আরও পড়ুন : আজ এই রঙের কাপড় ও অন্য জিনিস দান করুন! বাঁচুন পূর্ণগ্রাস সূর্যগ্রহণের কুপ্রভাব থেকে

এলাকার স্থানীয় পঞ্চায়েত সুবোধ বর্মন জানান, “গোটা জেলার মধ্যে তাঁর বুথকেন্দ্রে থাকা এই ভোটার জেলার সবচেয়ে পুরনো ভোটার। এই বিষয়টি নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের। এত বয়সে এসেও যে তিনি যেভাবে হেঁটে চলে ঘুরে বেড়াতে পারেন এটাই আশ্চর্যের। বিগত বছর গুলিতে তাঁরা গাড়ির ব্যবস্থা করেছিলেন এই ভোটারকে বুথকেন্দ্র পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। চলতি বছরেও নির্বাচনের ভোট গ্রহণের দিন ঠিক এমনটাই ইচ্ছে রয়েছে তাঁদের। তবে যদি তিনি যেতে চান তাহলেই। না হলে বাড়ির মধ্যেই তাঁর ভোট দানের ব্যবস্থা করে দেওয়া হবে।”

advertisement

বৃদ্ধা মহিলার পুত্রবধূ নিভা বর্মন জানান, তাঁর শাশুড়ি-মার বয়স যে জেলার মধ্যে সবচাইতে বেশি এই বিষয়টা তাঁর জানা ছিল না। তবে বিষয়টি জানার পর থেকেই তাঁদের মধ্যে এক আলাদা আনন্দ কাজ করছে। তাই ভোটের দিন শাশুড়ি-মার সঙ্গে ভোট দিতে তিনিও যাবেন ভোটকেন্দ্রে।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Oldest Voter: বয়স ১১৪ বছর! এ বারও হেঁটে বুথে গিয়ে ভোট দিতে চান কোচবিহারের প্রবীণতমা ভোটার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল