TRENDING:

North 24 Parganas News: চোট কেড়ে নিয়েছে স্বপ্ন! বর্তমানে করেন হোম ডেলিভারির কাজ, বিনামূল্যে করান ফুটবল কোচিং

Last Updated:

North 24 Parganas News: পায়ে চোট লাগার কারণে স্বপ্নকে ছুঁতে পারেননি নিজে। তবে মাত্র ২৩ বছর বয়সে নিজের সেই স্বপ্ন পূরণে হোম ডেলিভারীর কাজ করে সেখান থেকে সামান্য টাকা দিয়েই বিনামূল্যে ফুটবল কোচিং সেন্টার চালাচ্ছেন দত্তপুকুরের সুব্রত বিশ্বাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: পায়ে চোট লাগার কারণে স্বপ্নকে ছুঁতে পারেননি নিজে। তবে মাত্র ২৩ বছর বয়সে নিজের সেই স্বপ্ন পূরণে হোম ডেলিভারীর কাজ করে সেখান থেকে সামান্য টাকা দিয়েই বিনামূল্যে ফুটবল কোচিং সেন্টার চালাচ্ছেন দত্তপুকুরের সুব্রত বিশ্বাস। আর্থিকভাবে পিছিয়ে পরা এলাকার ছেলেদের এখন তিনি ফুটবল খেলার প্রশিক্ষণের মধ্যে দিয়ে কলকাতার বড় কোন দলে সুযোগ করে দিতে পারলেই যেন স্বপ্ন পূরণ হবে নিজের। সেই লক্ষ্যেই এখন প্রতিদিন কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন বামনগাছির কুলবেড়িয়ার যুবক সুব্রত।
advertisement

ইতিমধ্যেই তার কাছে ফুটবলের প্রশিক্ষণ নিচ্ছে প্রায় ৫০ জন ফুটবল খেলোয়াড়। তার মধ্যে যেমন রয়েছে ছোট ছোট ছেলে, পাশাপাশি সমবয়সী বন্ধু-বান্ধবরাও এখন সুব্রতর সঙ্গে সকাল বিকেল ফুটবল পায়ে মাঠে নামছেন প্র্যাকটিসে। বর্তমান সময়ে যেখানে শিশু থেকে বড়রা সকলেই মোবাইলে আসক্ত, পাশাপাশি যুব সমাজের যেভাবে নেশার প্রতি আগ্রহ বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এলাকার ছেলেদের ফুটবল খেলার মধ্যে দিয়ে নিজেকে অন্য ভাবে বাঁচতে শেখাচ্ছেন তাদের ভালবাসার “সুব্রত দা”। তাই কোন রকম আর্থিক সাহায্য ছাড়াই বিনামূল্যে এই ফুটবল প্রশিক্ষণ করাচ্ছেন তিনি।

advertisement

ছোট বেলা থেকে সে নিজে একজন ফুটবল খেলোয়াড় হলেও, পায়ে গুরুতর চোটের কারণে বড় কোন ক্লাব খেলতে পারবেন না বলেই আক্ষেপ। তবে বর্তমানে ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা থেকেই, ছোট বড় টুর্নামেন্ট খেলতে বল পায়ে নামেন মাঠে। পাশাপাশি ফুটবল প্রশিক্ষণ ও সংসার চালানোর জন্য হোম ডেলিভারির কাজ করেই মেলে সামান্য কিছু টাকা। তা দিয়েই কেনেন নতুন ফুটবল, ছেলেদের জার্সি সহ অন্যান্য সরঞ্জাম। সুব্রত দার এই কষ্ট দেখে ছাত্ররাও কিছু সময় সামর্থ্য অনুযায়ী অর্থ দেয় বলেই জানালেন বছর ২৩ এর এই ফুটবল প্রশিক্ষক।

advertisement

সুব্রতর ইচ্ছে নিজে বড় ক্লাব খেলতে না পারলেও, যাদের ফুটবল প্রশিক্ষণ দিচ্ছেন তাদের বড় কোন জায়গায় পৌঁছে দেওয়ার। ফুটবল প্রশিক্ষণ শিখতে আসা ছাত্ররাই এই কোচিং সেন্টারের নাম দিয়েছেন সুব্রত ফুটবল একাডেমি। ইতিমধ্যেই সুব্রত বিশ্বাসের কাছে প্রশিক্ষণ নেওয়া ফুটবলের ছাত্রদের মধ্যে বারাসাত ফুটবল লিগে পাঁচ জন এবং কলকাতা ফোর্থ ডিভিশন লীগে তিন জন খেলার সুযোগ পেয়েছে।

advertisement

View More

আরও পড়ুনঃ IND vs NZ 1st Test: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাদ ভারতের তারকা ব্যাটার! ব্যাটিং লাইনে বড় বদল! জানুন বিস্তারিত

এই ফুটবল কোচিং সেন্টারে প্রশিক্ষণ নেওয়া ছাত্ররা জানান, বিনামূল্যে ফুটবল প্রশিক্ষণ পেয়ে খুশি তারাও। অন্যান্য জায়গায় যেহেতু টাকার বিনিময়ে প্রশিক্ষণ দেওয়া হয়, সেই জায়গায় অনেক সময় আর্থিকভাবে পিছিয়ে পড়তে হয়। সুব্রত ফুটবল একাডেমি তাদের বিনামূল্যে ফুটবলের প্রশিক্ষণ দেওয়ার সুযোগ করে দিয়েছে। এখন এই একাডেমীর সকল ছাত্রের একটাই লক্ষ্য ভবিষ্যতে সুব্রত বিশ্বাসের মুখ উজ্জ্বল করা। আর একাডেমির এই ছাত্রদের মধ্যেদিয়েই যেন নিজের স্বপ্নকে ছুঁতে চাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বছর ২৩ এর ফুটবল প্রশিক্ষক সুব্রত বিশ্বাস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: চোট কেড়ে নিয়েছে স্বপ্ন! বর্তমানে করেন হোম ডেলিভারির কাজ, বিনামূল্যে করান ফুটবল কোচিং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল