জানা যায়, মধ্যমগ্রাম পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর ২৫ এর পূজা সারার সাথে এ বছরই ৩ মে বিয়ে হয় মধ্যমগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আব্দুলপুর রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা বছর ৩২ এর সমিত সিংহের । এরপর থেকেই সমিতের পরিবারের সদস্যরা তাদের মেয়ের উপর মানসিকভাবে অত্যাচার চালায় বলে মৃতার পরিবারের লোকজনের অভিযোগ।
advertisement
আরও পড়ুন: সারদা কাণ্ড নিয়ে বড় দাবি শুভেন্দু অধিকারীর! তুললেন শুক্রবার গভীর রাতের কথা
এরপর এই ঘটনা চরম এ উঠলে হঠাৎই বিকেলে মেয়ের বাবাকে ফোন করে জানানো হয়, তাদের মেয়ে আত্মহত্যা করেছে। জানাযায়, তিন মাসের অন্তঃসত্তাও ছিলেন মৃত ওই গৃহবধূ। এরপরেই পরিবারের লোকজন এসে দেখতে পান ঝুলন্ত অবস্থায় রয়েছে মেয়ের দেহ।
আরও পড়ুন: এসএসসি দুর্নীতি কাণ্ডে বড় পদক্ষেপ সিবিআই-এর! চাকরি প্রাপকদের তলব, তুঙ্গে আলোড়ন
তাদের মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে, সমিত সিংহ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মধ্যমগ্রাম থানার দারস্ত হন মৃতার পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে, পুলিশ ইতিমধ্যেই সমিত সিংহ সহ তার মা ও বৌদিকে গ্রেফতার করেছে। পলাতক সমিতের দাদা। অভিযুক্তদের জেরা করে কি কারণে মৃত্যু তা খুঁজে বার করার চেষ্টা শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মিতার পরিবার সহ স্থানীয় এলাকার বাসিন্দারাও।
রুদ্র নারায়ন রায়