উৎসব উপলক্ষে সাজিয়ে তোলা হয় গোটা মন্দির চত্বর এলাকা। নিষ্ঠার সঙ্গে রীতি মেনে হয় পুজো। লাইন দিয়ে দাঁড়িয়ে ভোগ নিলেন অগণিত ভক্তরা। নৈহাটির বড় মা পূজা সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য জানান, আজকের দিনে মায়ের কাছে সকল মানুষ ভালো থাকার প্রার্থনা জানান।
নৈহাটি এলাকার সবচেয়ে প্রাচীন কালী মূর্তি এই বড়মা। প্রতিবছর কালীপুজোয় তৈরি হয় সুবিশাল মূর্তি। বড়মার অলংকার দেখতেও ভিড় জমে নৈহাটিতে।
advertisement
আরও পড়ুন: Gold Silver Price Today: সস্তা রুপো! সোনার দাম বাড়ল না কমল? বাজারের টাটকা খবর
সারা বছরই নিয়ম করে পূজো হয় বড়মার মন্দিরে। মনের কোন ইচ্ছা মাকে জানালে তা পূরণ করেন বড়মা বলেই বিশ্বাস ভক্তদের। দূর দূরান্ত থেকে মানুষ একবার মাকে দর্শন করতে ছুটে আসেন এই মন্দিরে। এদিনের অন্নকুট ভোগ নেওয়ার জন্য ভক্তদের উৎসাহ ছিল রীতিমতো চোখে পড়ার মতো।
যতক্ষণ ভোগ ছিল ততক্ষণ ভক্তদের মধ্যে তা বিতরণ করা হয় সুষ্ঠুভাবেই। তৃপ্তি ভরে মার ভোগ প্রসাদ খেতে দেখা যায় অগণিত মানুষকে। অনেকেই সেই প্রসাদ ভোগ নিয়ে গেলেন প্রিয় জন বা পরিবারের জন্য। এবছর ১০০ বছরে পদার্পণ করল বড়মার এই পুজো। আগামী দিনে আরও নানা নতুন পরিকল্পনা রয়েছে মন্দির কে ঘিরে বলেই পুজো কমিটির তরফ থেকে জানানো হয়। সংস্কার করা হচ্ছে মন্দিরেরও।
Rudra Narayan Roy