পুলিশ সূত্রে খবর এয়ারপোর্ট থেকে গাড়িটি বেরোনোর পরেই পিছনে ধাওয়া করে এস টি এস বার শহর পেরিয়ে যখন এনএইচ ৩৫ ধরে বনগাঁর দিকে যাচ্ছিল সেই সময় কাজীপাড়ার কাছাকাছি পথ আটকায়। প্রথমে তারা গাড়িতে তল্লাশি চালায় তল্লাশিতে দেখা যায় প্রচুর পরিমানে গাঁজা রয়েছে গাড়িতে। পরের দেখা যায় প্রায় ৩৫ কেজি গাঁজার গাড়িতে রয়েছে ।
advertisement
আরও পড়ুন: সত্যি! TikTok আবার ব্যবহার করা যাবে? টিকটকারদের জন্য বিরাট খবর!
এক মহিলা সহ চার আরোহী কি কারণে গাড়িতে গাঁজা পাচার হচ্ছিল এবং সীমান্তবর্তী এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল তার জানার চেষ্টা করছি এসটিএফ এবং পাঁচজনই কি উদ্দেশেগাঁজাগুলো নিয়ে যাচ্ছিল তা জানার চেষ্টা করছে এসটি এফ ও বারাসাত থানার পুলিশ। এস টি এফ সূত্রে খবর মাঝে মাঝেই বাংলাদেশ সীমান্তের দিকে এইভাবে গাঁজা পাচার হচ্ছে এমন খবর ছিল এস টি এফ এর কাছে। এদেরকে জিজ্ঞাসা বাদ করে এর পেছনে আরো কারা জড়িত আছে তার খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা।
জিয়াউল আলম