আক্ষেপের সুর গলায় নিয়েই তিনি বলেন, জুনিয়ারদের সুযোগ দেওয়া উচিৎ, তাই হয়ত মাননীয়া মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন। গত দু'বারের পুরপিতা হিসাবে সুনিল মুখার্জির পরিকল্পনায় বারাসতে ঘটেছে আমূল পরিবর্তন এমনটাই দাবি ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল সমর্থকদের (North 24 Parganas News)। আম্ফান থেকে ইয়াস, সাম্প্রতিক করোনা পরিস্থিতি, রাস্তায় নেমে কাজ করেছেন তিনি। নিজে করোনা আক্রান্ত হয়ে কলকাতা আইডি হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। বারবার বারাসত শহরের রাস্তায় মানুষের নানান সমস্যায় দেখা গিয়েছে সুনীল বাবু কে। তার এই কাজের খতিয়ান আজ যেন সবটাই অতীত, মনে করছেন দলীয় কর্মী সমর্থকদের একাংশ।
advertisement
তবে এখনো তিনি মনে করেন, যদি পুরসভার কোন প্রয়োজনে বা বারাসতে আরও কি কি করা প্রয়োজন, তা নিয়ে যদি নতুন পৌরপ্রধান সহযোগিতা চান, তাহলে তিনি নিশ্চিত সহযোগিতা করবেন(North 24 Parganas News)। কারণ যিনি চেয়ারম্যান হয়েছেন তিনি তো তারই দলের একজন। তাই দলের একজন সৈনিক হয়ে, দলের প্রয়োজনে সুনিল মুখার্জিকে আগের মতই পাওয়া যাবে বলেই এদিন জানালেন তিনি। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে দিতে রাজি নন বর্ষীয়ান এই তৃণমূল কংগ্রেস নেতা। মনকে শান্ত রেখেই তিনি জানালেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মনে করেছেন, তাই জুনিয়র কাউকে বারাসতের চেয়ারম্যান করেছেন। একপ্রকার ভারাক্রান্ত গলা নিয়েই সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া এইভাবেই ব্যখ্যা করলেন প্রাক্তন চেয়ারম্যান সুনিল মুখার্জি। তিনি চেয়ারম্যান না হওয়ায় মন খারাপ বারাসতের এক অংশের তৃণমূল কর্মী সমর্থকদের।
Rudra Narayan Roy