আরও পড়ুন: আসানসোল-দুর্গাপুরে এবার গ্রিন বাস স্ট্যান্ড
শিক্ষার বাইরেও যে সমাজে চলার জন্য মানুষের মত মানুষ তৈরি হওয়াটা জরুরি তা ছাত্র-ছাত্রীদের প্রতি মুহূর্তে বোঝান গোরা স্যার। ছাত্র-ছাত্রীরাও স্যারের শিক্ষাকে পাথেয় করে জীবনের পথে এগিয়ে চলেছে। সেই তারাই এবার স্যারের মন জয় করতে অভিনব উদ্যোগ নিল। অশোকনগরের সরকারি বিদ্যালয়ের গেস্ট টিচার স্থানীয় বাসিন্দা গোরা নট্ট। পাশাপাশি তিনি এলাকার কয়েকশো ছাত্রছাত্রীদের প্রাইভেট টিউশন দেন। বহু দুঃস্থ, আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে পড়আন তিনি। সেই তারা সম্মানে ছাত্র-ছাত্রীরা মিলে আয়োজন করল বিরাট এক বনমহোৎসব।
advertisement
এদিন অশোকনগর-কল্যাণগড় এলাকায় জাগৃতি শক্তি সংঘের ময়দানে অনুষ্ঠিত হল গোরা স্যারের বনমহোৎসব। আর সেখানেই এই শিক্ষকের ছাত্রছাত্রীরা সামাজিক বার্তা তুলে ধরতে শতাধিক প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী ও মানুষের হাতে পুজোর আগে উপহার ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হল। পাশাপাশি এদিন সকলে মিলে বনমহোৎসবে খাওয়া-দাওয়া, আনন্দ, হইহুল্লোরে মেতে উঠল। প্রতিবন্ধী মানুষজনও যে সমাজের অঙ্গ, তাদেরও যে সকলের মতই আনন্দ হইহুল্লোড় করার অধিকার রয়েছে সেই বার্তা তুলে ধরতেই এদিনের ছাত্র-ছাত্রীদের এই উদ্যোগ। এদিনের অনুষ্ঠান দেখে রীতিমতো আপ্লুত শিক্ষক গোরা নট্টও। ছাত্রদের এই উদ্যোগে অভিভাবকরাও ছিলেন পাশে। সকলে মিলে একত্রিত হয়েই সামাজিক এই কর্মকাণ্ড ঘটান। পাশাপাশি বনোমহৎসবে ভুরিভোজ সারলেন প্রায় ৭০০ মানুষ। সকল ছাত্র-ছাত্রী ও মানুষজনের নিরাপত্তায় অনুষ্ঠানস্থলে রাখা হয়েছিল সিসিটিভি ক্যামেরাও, যাতে কোনরকম সমস্যার সম্মুখীন হতে না হয়। ছাত্র-ছাত্রীদের এই পদক্ষেপে খুশি বাস্তবের জীবন গড়ার কারিগর গোরা স্যার।
রুদ্রনারায়ণ রায়