গোটা রাজ্য জুড়ে যে হারে তাপপ্রবাহ চলছে, গত চার দশকে এরকম দাবদাহর অভিজ্ঞতা নেই শহরবাসীর। কলকাতার তাপমাত্রা ইতিমধ্যে রেকর্ড গড়েছে। এই দাবদাহের মধ্যেই মানুষকে কাজের প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে রাস্তায় বেরোতে হচ্ছে।
এদিন তাই তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় বিশেষ পুজোর মধ্যে দিয়ে ইন্দ্র ও বরুন দেবের আরাধনা করা হয়। সল্টলেকের দত্তাবাদে তাঁরা মায়ের মন্দিরে পুরোহিত দিয়ে পুজোর সব রীতিনীতি মেনে করা হয় যজ্ঞও।
advertisement
আরও পড়ুন: আবার দুঃসংবাদ! সঙ্গীতজগতে ফের নক্ষত্রপতন, অকালেই চলে গেলেন জনপ্রিয় গায়িকা উমা!
স্থানীয়রা মহিলারা শঙ্খধ্বনি ও ধুপ ধুনো সহযোগে দেবতাকে তুষ্ট করতে বন্দনা করতে থাকেন। অস্বস্তিকর গরমেও এই পুজো ঘিরে যেন স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ ছিল অন্য মাত্রায়।
Rudra Narayan Roy
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2024 1:13 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Special Puja for Rain: এবার শহরে নামবে স্বস্তির বৃষ্টি! ইন্দ্র ও বরুনদেবকে তুষ্ট করতে বিশেষ আয়োজন সল্টলেকে