Famous Singer Died: আবার দুঃসংবাদ! সঙ্গীতজগতে ফের নক্ষত্রপতন, অকালেই চলে গেলেন জনপ্রিয় গায়িকা উমা!

Last Updated:

Famous Singer Died: গতকাল, ১ মে চেন্নাই শহরে মৃত্যু হয়েছে তামিল গায়িকার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট করে জানানো হয়নি।

প্রয়াত প্রখ্যাত সঙ্গীতশিল্পী উমা রামানন
প্রয়াত প্রখ্যাত সঙ্গীতশিল্পী উমা রামানন
চেন্নাই: প্রয়াত প্রখ্যাত সঙ্গীতশিল্পী উমা রামানন। গতকাল, বুধবার, ১ মে চেন্নাই শহরে মৃত্যু হয়েছে তামিল গায়িকার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট করে জানানো হয়নি। রেখে গেলেন গায়ক-স্বামী এভি রামানন এবং ছেলে বিঘ্নেশ রামাননকে।
উমা রামাননেরের অন্ত্যেষ্টিক্রিয়া হবে সম্ভবত আজ, বৃহস্পতিবার। কিন্তু সে সম্পর্কে এখনও বিস্তারিতও তথ্য পাওয়া যায়নি। ‘নিঝলগাল’ ছবিতে সুরকার ইলাইয়ারাজার সঙ্গে কাজ করার জন্য প্রবল খ্যাতি অর্জন করেছিলেন। তাঁদের গান, ‘পুংগাথাভে থালথিরাভাই’-এর কারণে তাঁর নাম ঘরে ঘরে ছড়িয়ে পড়েছিল।
advertisement
advertisement
তাঁর মৃত্যুর খবরে ভক্তরা শোকস্তব্ধ। সোশ্যাল মিডিয়া X-এ গায়িকাকে শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা। অনেকেরই ঘুম ভেঙেছে এই দুঃসংবাদে। একজন ভক্ত লিখেছেন, ‘সুপার সিঙ্গার এবং পারফর্মারদের যুগে যেখানে গায়করা গান গাওয়ার চেয়ে বেশি অভিনয় করেন, সেখানে উমা রামানন যেভাবে নির্লিপ্ত ভাবে গান গেয়ে জটিল আবেগ তুলে ধরতেন, তা সত্যিই আর পাওয়া যাবে না।’
advertisement
উমা এবং ইলাইয়ারাজা একসঙ্গে বেশ কিছু হিট ছবিতে হিট অ্যালবাম উপহার দিয়েছেন। এর মধ্যে রয়েছে ‘গীতাঞ্জলি’র ‘ওরু জীবন আলাইথাথু’, ‘আরঙ্গেত্রা ভেলাই’ থেকে ‘আগাভা ভেনিলাভ’, ‘থামবিক্কু এন্থা ওরু’ থেকে ‘পুপালম ইসাইকুম’, ‘নীলালগাল’-এর ‘পুংথাভে থাল থিরাভাই’ এবং ‘কেলাদি কানমানি’ থেকে ‘নি পাধি নান পাধি কান্নে’-এর মতো আরও কত গান।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Famous Singer Died: আবার দুঃসংবাদ! সঙ্গীতজগতে ফের নক্ষত্রপতন, অকালেই চলে গেলেন জনপ্রিয় গায়িকা উমা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement