WBBSE Madhyamik Result 2024: ফের পিছনের সারিতে কলকাতা, মাধ্যমিকের মেধাতালিকায় জেলার দাপট! প্রথম দশে শহরের কতজন

Last Updated:

WBBSE Madhyamik Result 2024: ২০২৩ সালে কলকাতার নামই ছিল না মেধাতালিকায়। প্রথম দশের মেধাতালিকায় থাকা ১৬ জেলার ১১৮ জনের মধ্যে কলকাতার কোনও পড়ুয়াই ছিল না।

ফের পিছনের সারিতে কলকাতা, মাধ্যমিকে মেধাতালিকায় জেলার দাপট! প্রথম দশে শহরের কতজন
ফের পিছনের সারিতে কলকাতা, মাধ্যমিকে মেধাতালিকায় জেলার দাপট! প্রথম দশে শহরের কতজন
কলকাতা: মাধ্যমিকের ফলাফল প্রকাশিত৷ ৮০ দিনের মাথায় ঘোষণা হল এ বছরের মাধ‍্যমিকের ফলাফল। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি, শেষ হয় ১২ ফেব্রুয়ারি। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯,২৩,০১৩ জন পড়ুয়া। কিন্তু এ বছরও রাজ্যের রাজধানী কলকাতা শহরকে ছাপিয়ে গেল জেলা।
প্রতি বছরই মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় ফিকে হয়ে থাকে কলকাতা শহর। ২০১৮ সালে সেরা দশে ৫৬ জনের নাম ছিল, তার মধ্যে মাত্র দু’জন ছিল কলকাতার। ২০২২ সালের দিকে তাকালেও দেখা যাবে একই চিত্র। মেরিট লিস্টে ১১৪ জনের মধ্যে কলকাতা থেকে মাত্র ১ জন ছিল।
advertisement
advertisement
২০২৩ সালে কলকাতার নামই ছিল না মেধাতালিকায়। প্রথম দশের মেধাতালিকায় থাকা ১৬ জেলার ১১৮ জনের মধ্যে কলকাতার কোনও পড়ুয়াই ছিল না।
এবার, ২০২৪ সালেও হতাশ করল শহর কলকাতা। মেধাতালিকায় জেলাগুলির জয়জয়কার। কলকাতা থেকে মেধাতালিকায় স্থান পেয়েছে মাত্র এক জন পড়ুয়া। মাধ্যমিক পরীক্ষায় এবার প্রথম স্থানে কোচবিহার থেকে। দ্বিতীয় পুরুলিয়া জেলা। তৃতীয়তে দক্ষিণ দিনাজপুর, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBBSE Madhyamik Result 2024: ফের পিছনের সারিতে কলকাতা, মাধ্যমিকের মেধাতালিকায় জেলার দাপট! প্রথম দশে শহরের কতজন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement