দেবশ্রী রায় সাত নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূলের কাউন্সিলর।মৌসুমী রায় অবশ্য ভোট ময়দানে নবাগত। তবে রাজনৈতিক পরিবারের মানুষ হওয়ায়, বাবা-মা র আদর্শতেই চলতে চান এবারের কংগ্রেস প্রার্থী মৌসুমী (North 24 Parganas News)। পিতা প্রয়াত নান্টুরঞ্জন রায় দীর্ঘদিন পুরসভার কাউন্সিলর ছিলেন।মৌসুমীর কথায়, "হাবড়া শ্রীচৈতন্য কলেজে পড়ার সময়ে ছাত্র পরিষদ করেছি। কলেজ ভোটেও প্রতিদ্বন্দ্বিতা করেছি। বরাবর আমি কংগ্রেসের আদর্শে বিশ্বাসী। মাঝে আর একটা দলে চলে গিয়েছিলাম। আবার জাতীয় কংগ্রেসের ফিরে এলাম। আমার বাবা ও মা কাউন্সিলর ছিলেন। তাঁরা কখনও ভাতা পর্যন্ত নেননি। দুর্নীতিকে প্রশ্রয়ে দেননি। কিন্তু প্রাক্তন কাউন্সিলর সেই আদর্শ পালনে ব্যর্থ হয়েছে। আমি ওয়ার্ডের মানুষকে বাবা মা-র দেখানো পথে, পরিষেবা দিতেই ভোটে দাঁড়িয়েছি।"
advertisement
অপরদিকে সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবশ্রী রায় জানান, "শ্বশুরমশাই আমাকে উপযুক্ত মনে করেই প্রার্থী করেছিলেন। ওনার আশীর্বাদেই কাউন্সিলর হয়েছি।" ননদের প্রার্থী হওয়া কে তেমন ভাবে গুরুত্ব দিতে চান না বৌদি দেবশ্রী। ননদকে রীতিমতো বহিরাগত বলে দাবি জানিয়ে বলেন, ওয়ার্ডে কংগ্রেসের কোন অস্তিত্ব নেই। তবে স্থানীয় বাসিন্দারা অবশ্য এই ননদ বৌদির লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছেন। আর এই লড়াইয়ের ফায়দা তুলতে প্রস্তুতি নিচ্ছে বিজেপি, সিপিএমও। (North 24 Parganas News)
Rudra Narayan Roy