মানব দেহের বিভিন্ন অংশ চিহ্নিতকরণ, একটি করে শব্দ সহযোগে ইংরেজি বর্ণ, একটি করে বাক্য সহযোগে বাংলা স্বরবর্ণ, ইংরেজিতে বারোমাসের নাম, সপ্তাহের সাতদিনের নাম, পৃথিবীর ৫টি মহাদেশের নাম সবই এক নিমিষে বলে দিতে পারে ছোট্ট অনুপ্রভা। এছাড়াও সরস্বতী প্রণামমন্ত্র, দেশের জাতীয় সংগীত থেকে শুরু করে যোগাসন সবেতেই দক্ষ এই একরত্তি। অনুপ্রভার মা গায়েত্রী পাঠক ও বাবা রাজীব দেবনাথ দুজনেই শিক্ষকতা করেন।
advertisement
আরও পড়ুনঃ বাবা-মার সম্পর্কের মাঝে পড়েই কি প্রাণ দিতে হলো ন'বছরের কিশোরকে! দানা বাঁধছে রহস্য
রাজীব বাবু আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজের অধ্যাপক। গায়েত্রী দেবী প্রাইমারি স্কুল শিক্ষিকা। মেয়ের যখন মাত্র ১৭ মাস বয়স, সেই সময়ই মেয়ের প্রতিভা ধরা পড়ে তাদের কাছে। মোবাইলে শুনে শুনে ছোট্ট বয়স থেকেই নিজের মনে ছড়া আওরাতো অনুপ্রভা। মেয়ের স্মৃতিশক্তি দেখে বিভিন্ন বিষয়ে তালিম দিতে শুরু করেন গায়ত্রী দেবী। বাবা রাজীব দেবনাথ মেয়েদের সাফল্যের জন্য সম্পূর্ণ কৃতিত্বই স্ত্রী গায়ত্রীদেবীকেই দেন। অনুপ্রভার এই সাফল্য আগামী দিনে তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে মনে করেন রাজিব বাবু।
আরও পড়ুনঃ জেলার ভয় ধরাচ্ছে ডেঙ্গি! উদ্বিগ্ন মুখ্য স্বাস্থ্য আধিকারিক
মেয়েকে নিয়ে গর্বিত অনুপ্রভার বাবা-মা। নিউ ব্যারাকপুর এর বাড়িতে পৌঁছেছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস এর স্বীকৃতি। ছোট্ট অনুপ্রভা এসব এখন কিছু না বুঝলেও বাড়িতে সকলের আসা যাওয়া দেখে সেও বেশ খুশি। আত্মীয়-স্বজন থেকে পাড়া-প্রতিবেশী সকলেই গর্বিত অনুপ্রভাকে নিয়ে। এই খুদের প্রতিভা মুগ্ধ করেছে সকলকে।
Rudra Narayan Roy