আরও পড়ুন: পাঁচ বছর আগে হারিয়ে যাওয়া বাপ-মা মরা ছেলেকে বাড়ি ফেরাল পুলিশ
উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার কনস্টেবল ছিলেন ৫৯ বছরের লক্ষীকান্ত রঞ্জন। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে। রবিবার তাঁর জন্মদিন ছিল। যদিও রবিবার রাতে ডিউটি ছিল তাঁর। কাজে যোগ দেওয়ার আগে সহকর্মীদের সঙ্গে জন্মদিনের কেক কাটেন। তারপর হাড়োয়া-বেড়াচাঁপা রোডে রোজের মত কর্তব্য পালন করছিলেন। গভীর রাতে টহলদারির সময় হঠাৎ পিছন দিক থেকে একটি বাইক এসে সজোরে তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ওই ঘটনায় গুরুতর জখম হন লক্ষীকান্ত রঞ্জন। সহকর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও রবিবার ভোররাতে তাঁর মৃত্যু হয়।
advertisement
এই দুর্ঘটনায় অভিযোগ ওঠে, পিছন থেকে ইচ্ছাকৃতভাবে ওই কনস্টেবলকে ধাক্কা মেরেছে দুই বাইক আরোহী। তদন্তে নেমে হাড়োয়া থানার পুলিশ দ্রুত অভিযুক্ত দুই বাইক আরোহী ও তাদের বাইকটি আটক করে। এই ঘটনায় জল্পনা শুরু হয়েছে, তবে কি পরিকল্পনা করে ওই কনস্টেবলকে খুন করা হয়েছে? এই ঘটনার সঙ্গে অন্য কোনও কিছুর সম্পর্ক আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ
জুলফিকার মোল্লা