প্রতি বছর বছর শেষের এই উৎসব ঘিরে বাড়তি উন্মাদনা থাকে এলাকাবাসিদের মধ্যে। এছাড়াও, বিভিন্ন নামি সাহিত্যিকদের বই, রান্না, কবিতা, লিটিল ম্যাগাজিনের সম্ভার রয়েছে এই বইমেলায়। এই উৎসবে শোনা যাবে গাইকা লগ্নজিতার গান, থাকছে আরজে নীলাঞ্জনা, কুমার শানু, ক্যাকটাস ব্যান্ড, বিশেষ আকর্ষণ জাভেদ আলীর লাইভ পারফরমেন্স। ২৫ তারিখ অনুষ্ঠিত হবে অঙ্কন প্রতিযোগিতা, থাকছে পাখির মেলা, হস্তশিল্প প্রদর্শনী সহ নানা আকর্ষণ।
advertisement
আরও পড়ুনঃ কারখানার বর্জ্য মিশছে নদীর জলে, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য!
ইতিমধ্যেই বহু মানুষের ভিড় জমছে এই মেলায়। জেলার নানা প্রান্ত থেকে মানুষ এই মেলার অনন্দ নিতে হাজির হচ্ছেন। ঘুরে দেখছেন মেলা, পছন্দের বই, ঘর সাজানোর জিনিস কিনছেন। পাশাপাশি চলছে পেট পুজোও। সব মিলিয়ে বছর শেষে পানিহাটি উৎসব ও বইমেলা জমজমাট। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে মেলা প্রাঙ্গণে।
Rudra Narayan Roy