TRENDING:

North 24 Parganas News: বছর শেষে পানিহাটি উৎসব ও বইমেলা ঘিরে মানুষের ঢল

Last Updated:

শুরু হল অষ্টম বর্ষের পানিহাটি উৎসব ও বইমেলা। বই মেলার সূচনা করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিধায়কেরা। ছিলেন উৎসব কমিটির সভাপতি নির্মল ঘোষ ও বিশিষ্টজনরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা : শুরু হল অষ্টম বর্ষের পানিহাটি উৎসব ও বইমেলা। বই মেলার সূচনা করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিধায়কেরা। ছিলেন উৎসব কমিটির সভাপতি নির্মল ঘোষ ও বিশিষ্টজনরা। প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় উৎসবের। পানিহাটি উৎসব ও বইমেলা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিনই উৎসব ময়দানে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে বিভিন্ন দলের নৃত্য, টলিউডের সিরিয়ালের পরিচিত অভিনেতা অভিনেত্রীদের আলাপচারিতা। গান, সহ অন্যান্য অনুষ্ঠান।
advertisement

প্রতি বছর বছর শেষের এই উৎসব ঘিরে বাড়তি উন্মাদনা থাকে এলাকাবাসিদের মধ্যে। এছাড়াও, বিভিন্ন নামি সাহিত্যিকদের বই, রান্না, কবিতা, লিটিল ম্যাগাজিনের সম্ভার রয়েছে এই বইমেলায়। এই উৎসবে শোনা যাবে গাইকা লগ্নজিতার গান, থাকছে আরজে নীলাঞ্জনা, কুমার শানু, ক্যাকটাস ব্যান্ড, বিশেষ আকর্ষণ জাভেদ আলীর লাইভ পারফরমেন্স। ২৫ তারিখ অনুষ্ঠিত হবে অঙ্কন প্রতিযোগিতা, থাকছে পাখির মেলা, হস্তশিল্প প্রদর্শনী সহ নানা আকর্ষণ।

advertisement

আরও পড়ুনঃ কারখানার বর্জ্য মিশছে নদীর জলে, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য!

ইতিমধ্যেই বহু মানুষের ভিড় জমছে এই মেলায়। জেলার নানা প্রান্ত থেকে মানুষ এই মেলার অনন্দ নিতে হাজির হচ্ছেন। ঘুরে দেখছেন মেলা, পছন্দের বই, ঘর সাজানোর জিনিস কিনছেন। পাশাপাশি চলছে পেট পুজোও। সব মিলিয়ে বছর শেষে পানিহাটি উৎসব ও বইমেলা জমজমাট। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে মেলা প্রাঙ্গণে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বছর শেষে পানিহাটি উৎসব ও বইমেলা ঘিরে মানুষের ঢল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল