TRENDING:

New Town Zoo|| নিউটাউনে হচ্ছে মিনি চিড়িয়াখানা, একে একে আসছে নয়া অতিথি, বাড়ছে আগ্রহ

Last Updated:

Mini zoo in New Town: নিউটাউনে হচ্ছে মিনি চিড়িয়াখানা, একের পর এক আসছেন বিশেষ অতিথিরা। এক ডজন এনক্লোজার বানানো হয়েছে বাঘ, সিংহ, হরিণ, জলহস্তি, জেব্রা, জিরাফ প্রভৃতি রাখার জন্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউটাউন: মাত্র ৩০ টাকাতেই এ বার জেলায় মিনি চিড়িয়াখানা। সপ্তাহের ছদিন খোলা থাকবে এই পার্ক। ভাবছেন কোথায়? তবে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। কয়েকদিন আগেই আলিপুর চিড়িয়াখানা থেকে জেব্রা নিয়ে আসা হয়েছিল নিউ টাউনের হরিণালয় বা মিনি চিড়িয়াখানায়। আর এ বার এক জোড়া জিরাফ আনা হল মিনি চিড়িয়াখানায়। রীতিমত কনভয় করে ওই দুই ‘হেভিওয়েট ভিআইপি’ কে নিউ টাউনে আনা হয়।
advertisement

জিরাফ আসার খবর পাওয়ার পর থেকেই অনেক পর্যটক ভিড় করেন হরিণালয়ে। কিন্তু তাঁদের হতাশ হতে হয়। নিরাপত্তা ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য জিরাফ দম্পতিকে লোক চক্ষুর আড়ালে রাখা হয়েছে আপাতত। কয়েকদিন পর তাদের দর্শন পাবেন আমজনতা।

হরিণালয় সূত্রে খবর, রাত দেড়'টা নাগাদ দুটি ট্রেলারে করে জিরাফ দুটিকে নিউটাউনে নিয়ে যাওয়া হয়। গোটা কলকাতা ঘুরে ভোর তিনটে নাগাদ তারা পৌঁছয় ইকো পার্কের ছয় ও সাত নম্বর গেটের মাঝে অবস্থিত হরিণালয়ে। মূল গেট থেকে হরিণালয়ে প্রবেশ করে ডানদিকে পাখিদের খাঁচা পেরিয়ে জিরাফের এনক্লোজার। সেখানেই আপাতত বিশ্রাম ও পর্যবেক্ষণে রাখা হয়েছে দুই নাবগতকে।

advertisement

আরও পড়ুনঃ চুরি যাচ্ছিল আস্ত একটি লরি, পুলিশের নজর পড়তেই এ কী কাণ্ড! তোলপাড়

View More

হরিণালয় সূত্রে আরও জানা গিয়েছে, এখানে এক ডজন এনক্লোজার বানানো হয়েছে বাঘ, সিংহ, হরিণ, জলহস্তি, জেব্রা, জিরাফ প্রভৃতি রাখার জন্য। ইতিমধ্যেই উত্তর পূর্ব ভারত থেকে এই চিড়িয়াখানার জন্য একটি হিপোপটেমাস আনা হয়েছে। যা আলিপুর চিড়িয়াখানায় রাখা হয়েছে এখানকার আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য।

advertisement

কলকাতার আলিপুর চিড়িয়াখানার কিছুটা বিকল্প স্বাদ যাতে নিউ টাউনে পাওয়া যায় সেজন্য সবরকম চেষ্টা করছে রাজ্যের বন দফতর ও হিডকো কর্তৃপক্ষ। ২০১৬ সালে নিউ টাউনের ইকোপার্ক লাগোয়া ৬ নম্বর গেটের পাশে একটি হরিণালয় তৈরি করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বহু মানুষের আগ্রহ লক্ষ্য করা গিয়েছে নিউটাউনের এই মিনি চিড়িয়াখানায় ভ্রমণের জন্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রুদ্র নারায়ন রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
New Town Zoo|| নিউটাউনে হচ্ছে মিনি চিড়িয়াখানা, একে একে আসছে নয়া অতিথি, বাড়ছে আগ্রহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল