আমন ধানচাষ মূলত বৃষ্টির জলনির্ভর। কিন্তু গত দুই সপ্তাহ ভাল বৃষ্টি হয়েছে জেলায়। এর ফলে অনান্য বছর জলের অভাবে বীজতলা থেকে বীজ রোপনের জন্য পাম্প মেশিনের মাধ্যমে জল দিতে হয়। কিন্তু এবছর ভাল বৃষ্টি হওয়ায় পাম্প মেশিনের মাধ্যমে জল দিতে হচ্ছে না ফলে বাড়তি খরচ কমছে কৃষকদের। আর বীজতলা থেকে চারা তোলা থেকে শুরু করে চারা রোপনে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা।
advertisement
আরও পড়ুন:
মূলত আমন ধান চাষের জন্য এই সময়ে বহু চাষিই মাঠে শুকনো অবস্থায় বীজ ফেলেন। বর্ষায় বৃষ্টির পরিমাণ ঠিক থাকলে সহজেই জমিতে সেই চারা রোওয়া যায়। কিন্তু অনেক সময়ে বৃষ্টি কম হলে বীজতলা শুকিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই আগেভাগে বৃষ্টি হলে কাদাতেই বীজতলা তৈরির সুযোগ পাওয়া যায়। চাষিরা জানান, বীজতলায় বীজ ফেলা থেকে তা বড় করে অন্য জমিতে রোপণ করার মধ্যে ২৫ দিন সময়ের ব্যবধান থাকে। এ বছর প্রায়ই বৃষ্টি হওয়ার ফলে, জমিতে জল রয়েছে। তাই, আমন ধান চাষে সুবিধা হচ্ছে। স্বাভাবিকভাবেই ধান চাষে এবছর মুখে চওড়া হাসি কৃষকদের।
জুলফিকার মোল্যা