TRENDING:

North 24 Parganas News: ‘টাকা চাই, টাকা!’ প্রেমের বিয়ে করার ২ মাস বাদেই স্বামী-শাশুড়ি যা করল নতুন বউকে

Last Updated:

North 24 Parganas News: ভালোবেসে করেছিলেন বিয়ে, পণ না মেলায় অত্যাচারে মর্মান্তিক পরিণতি গৃহবধূর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: পণ না মেলায় স্ত্রীকে মারধর করে ঘরে আটকে অসুস্থ করে খুন করার অভিযোগ উঠল স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হলনা গৃহবধুর। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগার বনগাঁ থানার কুটিবাড়ি এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত বছর ১৮ ওই বধূর নাম মাম্পি মণ্ডল। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামী ও তাঁর শাশুড়িকে নিজেদের হেফাজতে নিয়েছে।
মৃত গৃহবধূ
মৃত গৃহবধূ
advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মাত্র দুই মাস আগে প্রেম করে বিয়ে হয়েছিল, বনগাঁর কুঠিবাড়ি এলাকার বাসিন্দা মাম্পি বিশ্বাসের সঙ্গে ঘাটবাউর এলাকার বাসিন্দা শুভম বিশ্বাসের। উত্তর চব্বিশ পরগণার বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী মাম্পি। মাম্পির পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য অত্যাচার করা হতো মাম্পিকে। প্রায়ই সে অত্যাচার সহ্য করতে না পেরে, বাপের বাড়ি চলে আসত।

advertisement

এ বিষয়ে মাম্পির বাবা অসীম মণ্ডল বলেন, ‘‘বিয়ে হয়েছে দুমাস হতে গেল, মাঝেমধ্যেই আমার মেয়েকে ওরা মারধর করতো টাকা জন্য চাপ দিত। মাম্পির সমস্ত গয়না ওরা বিক্রি করে দিয়েছে। এমনকি কন্যাশ্রী ,রূপশ্রীর টাকাও মাম্পির অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছিল। তারপর প্রায় মাম্পিকে খেতে দিত না মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা।’’ ঘটনার পরেই কান্নায় ভেঙে পরে মৃতার পরিবার।

advertisement

আরও পড়ুন -  Paschim Bardhaman News: যে চানাচুর খাচ্ছেন সেটা বুঝেশুনে খাচ্ছেন তো! পাওয়া গেল নকল চানাচুর তৈরির কারখানা

জানা গিয়েছে, শনিবার উত্তর চব্বিশ পরগণার মাম্পি হঠাৎই তাঁর বাবাকে ফোন করে বলে সে  অসুস্থ, তাঁকে যেন বাড়ি নিয়ে যায়। খবর পেয়ে মাম্পির বাবা ছুটে যায়। মাম্পিকে নিয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। রবিবারই ওই গৃহবধূর মৃত্যু হয়। পরিবারের লোকজন জানতে পারেন, দু-দিন ধরে তাঁর উপরে শারীরিক অত্যাচার করেছে তার শ্বশুর বাড়ির পরিবার। ফোন করে নিয়ে তাঁকে মারধর করে ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল।

advertisement

আরও পড়ুন - Paschim Bardhaman News : ‘ধুম’ কায়দায় লুঠপাঠ তবে বেশিক্ষণ টিকলো না, সিসিটিভি খেলা শেষ করল

মাম্পির মৃত্যুর খবর জানাজানি হতেই, উত্তেজিত প্রতিবেশীরা শুভম বিশ্বাসের বাড়িতেও ভাঙচুর চালান। এরপর মাম্পির বাবা বনগাঁ থানায় শুভম বিশ্বাস এবং মুক্তি বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বনগাঁ থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লিভারের ভাল 'বন্ধু', লাইন দিয়ে কিনছে মানুষ! ফলন কম হলেও এই ফল চাষ করে মালামাল কৃষকরা
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ‘টাকা চাই, টাকা!’ প্রেমের বিয়ে করার ২ মাস বাদেই স্বামী-শাশুড়ি যা করল নতুন বউকে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল