কিন্তু বিভিন্ন বেসরকারি স্কুল গুলির চাহিদা দিনদিন এতটাই বেড়ে যাচ্ছে যে সকলের ক্ষেত্রে সেই শিক্ষা দানের পরিবেশ আর থাকছে না বললেই চলে। এদিনের ঘটনায় তা আরো একবার উঠে আসলো। বিভিন্ন ভাবে, নানা কারণ দেখিয়ে একাধিক বার স্কুলের টাকা নেওয়ার প্রতিবাদে, স্কুলের সামনে বিক্ষোভ দেখলেন স্কুলের অভিভাবকরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হালিশহর বাগমোড় এলাকায়। অভিভাবকদের বিক্ষোভের জেরে গোটা এলাকায় উত্তেজনার পারদ এতটাই চরে যে, খবর পেয়ে ঘটনাস্থলে আসতে হয় হালিশহর থানার পুলিশ কে। তবে পুলিশ প্রশাসনের সামনেই অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরেদেন।
advertisement
আরও পড়ুন: রক্ষকই ভক্ষক! মহিলা সুরক্ষার কথা বলেছেন, এদিকে BSF-এর হাতেই ধর্ষণ: কুণাল ঘোষ
হালিশহর বাগমোড়ের ওই বেসরকারি ইংলিশ মাধ্যম স্কুলের বিরুদ্ধে গার্জেনদের আরও অভিযোগ, কোনরকম মিটিং না করে স্কুল ফিস সহ বিভিন্ন খাতে টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে অনবরত। কোন কিছু জানতে চাইলে, স্কুল কর্তৃপক্ষ তাদের সাথে দুর্ব্যবহার করছেন। এমনকি, অভিভাবকরা আরও দাবি করেন, স্কুলের তরফ থেকে বলা হয়েছে অভিভাবকরা পড়াশোনা না জানলে, তাদের শিশুরা এই স্কুলে পড়াশোনা করতে পারবে না। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে হালিশহর থানার পুলিশ। স্কুল কর্তৃপক্ষ ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকের সাথে কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়া যায় কিনা তারও চেষ্টা করা হয়। নিজেরা পড়াশোনা না জানলেও, সন্তানদের উচ্চ শিক্ষিত করার অধিকার কি নেই! এখন সেই প্রশ্নই তুলছেন বহু অভিভাবক।
রুদ্র নারায়ণ রায়





