সন্তান নিরুদ্দেশ হতেই কেঁপে উঠেছে তারা। তার মধ্যেও এক পুরুষ হনুমান যেন বেশি অত্যাচার চালাচ্ছিল এলাকায়। এলাকাবাসীদের কথায় মনে করা হচ্ছে, হনুমানের দলটি মনে করছে তার বাচ্চাকে আটকে রেখেছে এলাকার তিন-চারটে বাড়ির মধ্যে। আর তাই ওই বাড়িগুলিকে লক্ষ্য করেই তাদের বাসিন্দাদের আক্রমণ চালাচ্ছে বাচ্চাকে ফিরে পাবার জন্য।এই ঘটনাকে কেন্দ্র করে হাবড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামনডাঙ্গা এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। জানা যায়, গত দুইদিন ধরে তার মধ্যে একটি হনুমানকে, আটকে রাখা হয়েছে স্থানীয় এলাকাবাসীর এক ঘরে। তবে বাকি হনুমানদের অত্যাচারে কাল ঘাম ছুটছে এলাকাবাসীদের।
advertisement
এদিন খবর দেওয়া হয় বন দফতরে। বনদফতরের প্রতিনিধি এসে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় জাল টাঙিয়ে ঘরের থেকে উদ্ধার করে ক্ষিপ্ত এই হনুমানকে। তবে এলাকায় বাকি হনুমানদের অত্যাচার থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় তার জন্যই বনদফতরের দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে কোন সমাধান সূত্র পাওয়া যায় কিনা তা চেষ্টা চালাচ্ছে বন কর্মীরা। যদিও হনুমান শাবকটির বিষয়ে এলাকার কেউই কোনো খোঁজ দিতে পারছেন না। হনুমানের আক্রমণে অযথা আতঙ্ক ছড়ানোর থেকে বিরত থাকতে প্রশাসনের পক্ষ থেকেও সচেতনতা চালানো হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি হনুমানের দলটিকে খাঁচা বন্দি করে অবিলম্বে এলাকায় শান্তি ফিরিয়ে আনুক বনদফতর।
রুদ্র নারায়ণ রায়





