তার সঙ্গে কিন্তু, 'তার' অর্পিতার মতো কোনো বান্ধবী নেই।' পরবর্তী সময়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে বান্ধবী প্রসঙ্গে তিনি বলেন, সে কথা তিনি বলতে চাননি। তার অনেক বান্ধবী আছে তাদের টাকা আছে কিনা সেটা তিনি জানেন না। অপরদিকে, এদিন পিসি সরকারের বাংলায় জন্মাতে না চাওয়ার ইচ্ছা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে, চিরঞ্জিত চক্রবর্তী জানান, পুনরায় তিনি বাংলাতেই জন্মাতে চান।
advertisement
কবিতার মধ্যে দিয়েই জবাবদেন, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। পাশাপাশি বলেন, 'আসলে পলিটিক্যাল দলের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার পর তখন রাজনৈতিক ভাবভঙ্গি গুলো উঠে আসে। আর সে কারণেই হয়তো পিসি সরকার এরকম বলেছেন।' কটাক্ষ ছুড়ে দিয়ে বলেছেন, 'কিন্তু উনি হেরে যাওয়ার কারণে বলে থাকলেও থাকতে পারে। পি সি সরকার ভাল বন্ধু আমার। রাজনীতিতে প্রবেশ করলে মানুষের কথা পরিবর্তন হয়ে যায়, মন্তব্য বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তীর। বারাসতের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে এদিন সাড়ম্বরে পালিত হয় রাখি বন্ধন উৎসব।
রুদ্র নারায়ন রায়