কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা না দেওয়ার কারণে, এই কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের নিয়ে দিল্লিতে আন্দোলন করতে দেখা গেছিল অভিষেক ব্যানার্জিকে। সেই আন্দোলনে যারা যারা অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেকের নাম ঠিকানা লিখে রেখেছিলেন তিনি। সেই মত এদিন মায়া মন্ডলের কাছে টাকা পাঠালেন শাসক দল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড।
advertisement
আরও পড়ুন-বিয়ের পরই চোখে জল ‘নববধূ’ সন্দীপ্তার! কারণটা কী? শুনলে আঁতকে উঠবেন
বিষয়টি যেন এখনও স্বপ্নের মত মায়া মণ্ডলের কাছে। জানা গিয়েছে, সাংসদ তার নিজের মাসিক ভাতার থেকে এই টাকা দিয়েছেন। আর সেই টাকা তুলে দিতেই এদিন মায়া দেবীর বাড়িতে আসলেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী।
তিনি বলেন, সাংসদ কথা দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার টাকা না দিলে, তিনি নিজে সেই টাকা দেবেন। সে মতো কথা রেখেছেন অভিষেক ব্যানার্জি। আর ১০০ দিনের টাকা হাতে না আসলেও, সংসদের পাঠানো এই টাকা হাতে আসতেই মুখে হাসি ফুটল প্রান্তিক এলাকার এই খেটে খাওয়া মানুষদের।
Rudra Narayan Roy