TRENDING:

North 24 Parganas News: তিনজন শিক্ষক দিয়েই চলছে পড়াশোনা, বেহাল দশা শহীদ তিতুমীরের স্মৃতি বিজড়িত স্কুলে 

Last Updated:

North 24 Parganas News: স্বাধীনতার ৭৫ তম বর্ষ পেরিয়ে ৭৬তম বর্ষে পদার্পণ করতে চলেছে তবুও বেহাল অবস্থায় অনাদরে অবহেলায় পড়ে আছে স্বাধীনতা সংগ্রামী তিতুমীর স্মৃতি বিজড়িত নারকেলবেড়িয়া গ্রামের বাঁশের কেল্লার পাশেই অবস্থিত শহীদ তিতুমীর স্মৃতি মাধ্যমিক শিক্ষা নিকেতন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: স্বাধীনতার ৭৫ তম বর্ষ পেরিয়ে ৭৬তম বর্ষে পদার্পণ করতে চলেছে তবুও বেহাল অবস্থায় অনাদরে অবহেলায় পড়ে আছে স্বাধীনতা সংগ্রামী তিতুমীর স্মৃতি বিজড়িত নারকেলবেড়িয়া গ্রামের বাঁশের কেল্লার পাশেই অবস্থিত শহীদ তিতুমীর স্মৃতি মাধ্যমিক শিক্ষা নিকেতন। স্কুলের একাধিক ঘরের প্যালেস্তার নেই আবার কোনও কোনও ঘরে প্যালেস্তার থাকলেও তা খসে পড়ছে। স্কুলের বিভিন্ন দেওয়ালে গজিয়েছে ফার্ন জাতীয় গাছ।
advertisement

বর্তমানে ওই স্কুলে কোনও গ্রুপ ডি কর্মী নেই। শিক্ষকদের সংখ্যাটাও অনেক কম। মাত্র তিনজন শিক্ষক দিয়েই চলছে এই স্কুল। ২০০৪ সালে এলাকার আদিবাসী ও পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েদের শিক্ষার অগ্রগতির জন্য এই স্কুল প্রতিষ্ঠিত করা হয়। কিন্তু স্কুল প্রতিষ্ঠার ১৯ বছরেও স্কুলের আর তেমন কোন সংস্কার চোখে পড়েনি। বসিরহাটের বাদুড়িয়া ব্লকের একটি ছোট্ট গ্রাম নারকেলবেড়িয়া। আর এই নারকেলবেড়িয়া গ্রামের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের স্মৃতিচারণ। এই গ্রাম জুড়ে জড়িয়ে আছে ভারতের বীর স্বাধীনতা সংগ্রামী তিতুমীরের স্বাধীনতা সংগ্রামের বীরত্বের কাহিনী। ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে নারকেলবেড়িয়া গ্রামেই শহীদ হন তিতুমীর। আর তাঁর স্মৃতি বিজড়িত এই স্কুলের বেহাল অবস্থা ।

advertisement

আরও পড়ুন-ব্লাড প্রেশার মাপার সময় এই ভুল করছেন, ১০০-র মধ্যে ৯০ শতাংশ অজান্তেই ক্ষতি ডাকছেন!

View More

আরও পড়ুন- হাফ প্যান্ট চোখে সানগ্লাস, বন্দুক হাতে কে এই খুদে ‘ডন’, চিনতে পারলেন কি?

স্কুলের দেওয়ালে প্যালেস্তার খসে পড়ার পাশাপাশি গজিয়েছে উঠেছে গাছপালা। স্কুলের চারিদিকে নেই কোনও বাউন্ডারির ব্যবস্থাও। স্কুলের শিক্ষকরাই স্কুল খোলেন, ঘণ্টা বাজান আবার স্কুল বন্ধও করেন। ইতিহাস বিজড়িত স্বাধীনতা সংগ্রামী তিতুমীরের স্মৃতি বিজড়িত স্কুলের বেহাল দশার মতই গ্রামের রাস্তারও বেহাল ছবি ধরা পড়ল। এবড়ো খেবড়ো কাদা রাস্তায় হাটার বিকল্প না থাকায় স্কুলে যেতেও অনীহা পড়ুয়াদের। সব মিলিয়ে স্বাধীনতা সংগ্রামী তিতুমীরের বাঁশের কেল্লার পার্শ্বস্থ স্কুলের হাল ফিরবে কবে পথ চেয়ে ছাত্র-ছাত্রী সহ এলাকাবাসী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: তিনজন শিক্ষক দিয়েই চলছে পড়াশোনা, বেহাল দশা শহীদ তিতুমীরের স্মৃতি বিজড়িত স্কুলে 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল