TRENDING:

North 24 Parganas: কলকাতার মতোই দুর্গাপুজো কার্নিভাল কি এবার অশোকনগরেও! বাড়ছে জল্পনা

Last Updated:

অশোকনগরে এবার পুজোতে অন্য উন্মাদনার আশ্বাস দিলেন স্বয়ং বিধায়ক। ‌কলকাতার পাশাপাশি নতুন আঙ্গিকে এবার দুর্গাপুজোর কার্নিভাল কি দেখা যাবে অশোকনগরে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা : অশোকনগরে এবার পুজোতে অন্য উন্মাদনার আশ্বাস দিলেন স্বয়ং বিধায়ক। ‌কলকাতার পাশাপাশি নতুন আঙ্গিকে এবার দুর্গাপুজোর কার্নিভাল কি দেখা যাবে অশোকনগরে! ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতির মেলার পর এবারই প্রথম দুর্গাপুজো রাজ্যে। সেই কারণে এ বছরের পূজোতে যাতে কোনো রকম ঘাটতি না থাকে তার সব রকম বন্দোবস্ত করেছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, কলকাতায় পূজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে আট অক্টোবর। কলকাতার পাশাপাশি এবার অশোকনগরেও পূজোর কার্নিভালের আয়োজন করা নিয়ে আশার বাণী শোনালেন বিধায়ক নারায়ণ গোস্বামী ও অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার।
advertisement

কার্নিভালের বিষয়টি নিয়ে বিভিন্ন পূজা কমিটির পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গেও আলোচনা করা হবে বলে জানান বিধায়ক। অশোকনগর কল্যাণগড় পুরসভার অন্তর্গত প্রায় শতাধিক ক্লাব এই পুজো কার্নিভালে অংশগ্রহণ করতে পারে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই অশোকনগর জুড়ে দুর্গা পূজার পারদ চড়তে শুরু করেছে। বিভিন্ন ক্লাব গুলিও তাদের এবারের পূজোর থিম প্রকাশ করেছে। চলছে প্যান্ডেল তৈরির কাজও।

advertisement

আরও পড়ুনঃ জেলার থানা গুলিতে ছোট করেই পালন করা হল পুলিশ দিবস

বাংলা দুর্গাপূজাকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ায়, এদিন অশোকনগর এর রাজপথে সুবিশাল র‌্যালি করতেও দেখা গেল। যেখানে উপস্থিত ছিলেন টলিউডের অভিনেতা অভিনেত্রী সহ অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌর প্রধান প্রবোধ সরকার, পঞ্চায়েতের প্রধান বৃন্দাবন ঘোষ সহ প্রায় হাজার খানেক মানুষ। সুবিশাল এই র‍্যালি দেখতে রাস্তার দু'ধারে ভিড় জমে যায় অগণিত মানুষের। মহালয়ার দিন বিশেষ অনুষ্ঠান থাকবে বলেও জানান বিধায়ক।

advertisement

View More

আরও পড়ুনঃ ৮০ বছর বয়সে গাছ নিয়েই পরিচর্যায় 'গাছ দাদু'! জেনে নিন তাঁর গল্প

ফলে অশোকনগরে এবার পুজো অনেক আগে থেকেই শুরু হয়ে যাবে বলে মনে করছেন নতুন প্রজন্মের ছেলে মেয়েরা। অশোকনগরের দুর্গাপুজোর কার্নিভাল হলে, কোন রাস্তা দিয়ে তা করা যাবে। তার একটি রোডম্যাপ তৈরির ভাবনা চিন্তাও করা হচ্ছে পুরসভার পক্ষ থেকে বলে জানা গিয়েছে। অশোকনগরের মানুষকে আনন্দ দিতেই এই উদ্যোগের ভাবনাচিন্তা বলেই জানান পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার। সে ক্ষেত্রে পৌরসভার কার্নিভালের প্রস্তাব পেলে নিরাপত্তা সহ যান নিয়ন্ত্রণের বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। ফলে এবছর পুজো নিয়ে অশোকনগরে আলাদা উন্মাদনা লক্ষ্য করা যাবে এমনটাই মনে করছেন অশোকনগর বাসীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: কলকাতার মতোই দুর্গাপুজো কার্নিভাল কি এবার অশোকনগরেও! বাড়ছে জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল