প্রথা মেনে ঘণ্টা বাজিয়ে বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড উদ্বোধনের সময় প্রায় আড়াই ঘন্টা এগিয়ে এনেছে। মঙ্গলবার সল্টলেকে মেলা প্রাঙ্গন পরিদর্শন করতে এসে এমনটাই জানালেন গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়। সেইসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে, বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা সহ পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
advertisement
আরও পড়ুন: শ্রীচৈতন্য স্মরণ দিয়ে শুরু বইমেলা
বইমেলার জন্য সল্টলেকের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সর্বক্ষণ সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও সিসিটিভি ক্যামেরা খারাপ থাকলে এই কদিনের মধ্যে দ্রুত তা বদলে ফেলা হবে বলে ঠিক করেছে পুলিশ। বইমেলার জন্য আলাদাভাবে বিশেষ একটা পুলিশ কন্ট্রোল রুমও খোলা হচ্ছে। গিল্ড সূত্রে খবর, এই বছর বইমেলায় প্রায় ৯০০ টি স্টল থাকবে। করোনা পরিস্থিতি কাটিয়ে এই বছর বইমেলা আবার স্বাভাবিক ছন্দে ফিরবে বলে আশাবাদী গিল্ড কর্তৃপক্ষ। পাশাপাশি কাছের দুটি মেট্রো স্টেশনেও থাকবে বিশেষ ব্যবস্থা। বইমেলা চলাকালীন ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে অতিরিক্ত মেট্রো চালানোর জন্য রেলের সঙ্গে আয়োজকদের পক্ষ থেকে কথা বলা হবে বলে জানা গিয়েছে। এবারের বইমেলায় রেকর্ড সংখ্যক বইপ্রেমী আসবেন বলে আশা করছেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের কর্তারা। বই বিক্রির অঙ্কটাও বাড়বে বলেও তাঁদের ধারণা।
রুদ্রনারায়ণ রায়