TRENDING:

Kolkata Book Fair: ৩০ শে উদ্বোধন কলকাতা বইমেলার, তবে বদলে গেল উদ্বোধনের সময় 

Last Updated:

প্রথা মেনে ৩০ জানুয়ারি উদ্বোধন হবে কলকাতা ব‌ইমেলার। তবে বদলে গেল উদ্বোধনের সময়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপর‌ই শুরু হয়ে যাবে ৪৬ তম কলকাতা বইমেলা। এই বছরও সল্টলেকের সেন্ট্রাল পার্কে হবে ব‌ইমেলা। আন্তর্জাতিক বইমেলার ক্যালেন্ডার অনুযায়ী ৩০ জানুয়ারি উদ্বোধন হবে কলকাতা বইমেলার। এবারের থিম কান্ট্রি স্পেন। তবে এবারের কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের চমক হল বিকেল সাড়ে চারটের পরিবর্তে এবার দুপুর দুটোয় উদ্বোধন হবে।
advertisement

প্রথা মেনে ঘণ্টা বাজিয়ে বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড উদ্বোধনের সময় প্রায় আড়াই ঘন্টা এগিয়ে এনেছে। মঙ্গলবার সল্টলেকে মেলা প্রাঙ্গন পরিদর্শন করতে এসে এমনটাই জানালেন গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়। সেইসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে, বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা সহ পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

advertisement

আরও পড়ুন: শ্রীচৈতন্য স্মরণ দিয়ে শুরু বইমেলা

বইমেলার জন্য সল্টলেকের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সর্বক্ষণ সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন‌ও সিসিটিভি ক্যামেরা খারাপ থাকলে এই কদিনের মধ্যে দ্রুত তা বদলে ফেলা হবে বলে ঠিক করেছে পুলিশ। ব‌ইমেলার জন্য আলাদাভাবে বিশেষ একটা পুলিশ কন্ট্রোল রুমও খোলা হচ্ছে। গিল্ড সূত্রে খবর, এই বছর বইমেলায় প্রায় ৯০০ টি স্টল থাকবে। করোনা পরিস্থিতি কাটিয়ে এই বছর ব‌ইমেলা আবার স্বাভাবিক ছন্দে ফিরবে বলে আশাবাদী গিল্ড কর্তৃপক্ষ। পাশাপাশি কাছের দুটি মেট্রো স্টেশনেও থাকবে বিশেষ ব্যবস্থা। বইমেলা চলাকালীন ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে অতিরিক্ত মেট্রো চালানোর জন্য রেলের সঙ্গে আয়োজকদের পক্ষ থেকে কথা বলা হবে বলে জানা গিয়েছে। এবারের বইমেলায় রেকর্ড সংখ্যক বইপ্রেমী আসবেন বলে আশা করছেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের কর্তারা। ব‌ই বিক্রির অঙ্কটাও বাড়বে বলেও তাঁদের ধারণা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রুদ্রনারায়ণ রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Kolkata Book Fair: ৩০ শে উদ্বোধন কলকাতা বইমেলার, তবে বদলে গেল উদ্বোধনের সময় 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল