উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার ছোট্ট গ্রাম নারকেলবেড়িয়ায় তিতুমীরের এই বাঁশের কেল্লা অবস্থিত। কিন্তু সেই বাঁশের কেল্লায় যাওয়ার রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। এই রাস্তা দিয়ে চলাফেরা করলে পথচারীর ধুলো না খেয়ে উপায় নেই। তাছাড়া রাস্তা বলে আদৌ কিছু আছে কিনা সেই সংশয়ও তৈরি হতে পারে মনে।
আরও পড়ুন: রাতের অন্ধকারে পুকুর 'ভরাট', রুখে দিলেন মহিলারা
advertisement
বাদুড়িয়ার আটলিয়া থেকে নারকেলবেড়িয়ায় তিতুমীরের বাঁশের কেল্লা পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য প্রায় ৫ কিলোমিটার। বর্ষাকালে এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তখন এক হাঁটু কাদা পেরিয়ে যেতে হয়। গ্রীষ্ম ও শীতকালে ধুলো খেতে খেতে পথ চলতে হয়। অথচ তিতুমীরের বাঁশের কেল্লা ছাড়াও এই রাস্তার গুরুত্ব কম নয়। প্রতিদিন এখান দিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। যদিও নারকেলবেড়িয়ার রাস্তার মতই তিতুমীরের বাঁশের কেল্লারও বেহাল অবস্থা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ঠিকমত সংস্কার হয় না এই বাঁশের কেল্লার। এই পরিস্থিতিতে তাঁরা দ্রুত রাস্তা সংস্কারের দাবি তুলেছেন।
জুলফিকার মোল্লা