কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পেট্রাপোল সীমান্ত পরিদর্শনের আগে সীমান্ত এলাকায় জুড়ে চলছিল কড়া নজরদারি। জানা যায়, সীমান্ত রক্ষী বাহিনীর নজরদারি চলাকালীন আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতাগামী রয়েল মৈত্রী ইন্টারন্যাশনাল এর যাত্রী বোঝাই বাস পেট্রাপোল সীমান্তে প্রবেশ করলে সেখানে তল্লাশি অভিযান চালায় বিএসএফ।
আরও পড়ুন – Cyclone Mocha IMD Alert: বাংলা কি বিপদমুক্ত, সাইক্লোন মোকা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, রইল আপডেট
advertisement
ওই তল্লাশি অভিযান চালানোর সময় বাসের চালকের পাশে থাকা পেট্রোল ট্যাঙ্কারের পাশের পাইপ লাইনের ভেতরে লুকিয়ে রাখা ৫২ টি সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ জওয়ানেরা। এই ঘটনায় বাসের চালক মোহাম্মদ মোস্তফা এবং বাসের সহকারি হেলপার মতিউর রহমানকে গ্রেফতার করেছে বিএসএফ। তাদের বাড়ি বাংলাদেশে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন – Thalassemia Awareness: বিয়ের আগেই ভাবী দম্পতির রক্তপরীক্ষা বাধ্যতামূলক করতে পারে ত্রিপুরা
আটক হওয়া সোনার বিস্কুটের মূল্য প্রায় চার কোটি ২৪ লক্ষ টাকা বলে বিএসএফ আধিকারিক সূত্রে খবর। আন্তর্জাতিক রুটের বাসে এত বিপুল পরিমাণ সোনা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের ঠিক আগে এইভাবে সোনা পাচারের ঘটনায় হতবাক বিএসএফ কর্তৃপক্ষও। তবে এদিন যে বিএসএফ জওয়ানদের তৎপরতায় এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়েছে, তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করার কথা ঘোষণা করা হয়েছে বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে বলেও জানা গিয়েছে।
অপরদিকে, আরও একটি পৃথক ঘটনায় উত্তর ২৪ পরগনার বাগদার রনঘাট এলাকা থেকে মাছের ডিম উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী। ১৫টি প্লাস্টিকের ব্যাগে করে এই মাছের ডিম বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল। বিএসএফের ৬৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানেরা নাইট ভিশন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানোর সময় লক্ষ্য করেন যে, তিন চারজনের একটি চোরাচালানকারীর দল প্লাস্টিক ব্যাগ নিয়ে কোদালিয়া নদী পার করে ভারতীয় সীমান্তের দিকে প্রবেশ করার চেষ্টা করছে।
সেই সময় তাদেরকে তাড়া করলে চোরাকারবারীরা ভয় পেয়ে প্লাস্টিকের ব্যাগগুলি ফেলে রেখে বাংলাদেশের দিকে পালিয়ে যায়। আর সেখান থেকেই উদ্ধার হয় মাছের ডিম ভর্তি ১৫ টি প্লাস্টিকের ব্যাগ। উদ্ধার হওয়া মাছের ডিমের মূল্য প্রায় পৌনে চার লক্ষ টাকা। উদ্ধার হয় মাছের ডিমগুলিকে বাগদা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্ত এলাকা পরিদর্শনে চোরাচালান ও সোনা পাচার নিয়ে বাড়তি নজরদারির কোন নির্দেশিকা দেয় কিনা সেদিকেও তাকিয়ে সীমান্ত এলাকার বাসিন্দারা।
Rudra Narayan Roy






