বৃদ্ধ বয়স্ক মানুষ থেকে শিশুসহ এই শীতের রাতে মাথার ছাদ উড়ে যেতেই রীতিমতো ভেঙে পড়েছে সর্বহারা পরিবারগুলি। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের হাবড়া মডেল স্কুলে আশ্রয় নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেওয়া হচ্ছে খাবার। ইতিমধ্যেই এলাকার বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারাও এই অগ্নিকাণ্ডের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন স্থানীয় প্রশাসনের কাছে।
advertisement
আরও পড়ুনঃ সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে 'দুয়ারে বিডিও'! খতিয়ে দেখলেন নামের তালিকা
অসহায় পরিবার গুলির যাতে কোনও রকম অসুবিধা না হয় সেদিকেও বাড়তি খেয়াল রাখা হচ্ছে। অপরদিকে, হাবড়া মডেল হাইস্কুলে বর্তমানে পরীক্ষা চলছে। স্কুলের প্রধান শিক্ষক অর্ণব ঘোষ জানান, অধিকাংশ পরীক্ষাই শেষ হয়ে গিয়েছে। কিন্তু অসহায় মানুষদের থাকার যাতে কোনও অসুবিধা না হয় তাই আগামীকাল থেকে আর পরীক্ষা নেওয়া হবে না। ফলে দুটি পরীক্ষা আপাতত বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানবিক কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।
আরও পড়ুনঃ পুরনো তালিকায় নাম থাকলেও, আবাস যোজনার নতুন তালিকায় নাম বাদ!
তবে স্কুলের অন্যান্য অফিসিয়াল কাজকর্ম চলবে। পরবর্তী সরকারি সিদ্ধান্ত এসে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করা হবে বলেও জানান তিনি। আর এই সিদ্ধান্তের মধ্যে দিয়েই স্কুল কর্তৃপক্ষ ছাত্রদের বার্তা দিতে চাইলেন অসহায় মানুষদের সর্বদা পাশে দাঁড়ানোর। এই সিদ্ধান্তে রীতিমত সহমত পোষণ করেছেন অভিভাবকরাও।
Rudra Narayan Roy