সাধারণত আমরা যেখানে হাতে চালানো আখের রসের মেশিন দেখে অভ্যস্ত সেখানে ইলেকট্রনিক্স আখের রস তৈরির মেশিন তো রয়েছেই, সঙ্গে রয়েছে আরও নানা বাড়তি আকর্ষণ। ভ্রাম্যমাণ গাড়িটিতে আখের রস, ফলের জুসের পাশাপাশি বিনোদনের নানা জিনিসও স্থান পেয়েছে। আখের রস বিক্রির জন্য যেখানেই দাঁড়াচ্ছে গাড়ি, ভিড় জমছে মানুষের। বিক্রেতা যুবক সুখদেব বাছার জানান, পথচলতি মানুষজন অভিনব এই আখের রসের গাড়ির টানে আসছেন, গরম থেকে তৃপ্তি পেতে পান করছেন আখের রস। আর সঙ্গে নিচ্ছেন বিনোদনের হরেক মজা। ফ্রি ওয়াইফাই-তে আখের রস পান করতে করতেই কাটাচ্ছেন সময়। পথচলতি সাধারণ মানুষের পাশাপাশি নতুন প্রজন্মের ছেলেমেয়ে নেটিজেনদের ভিড় জমছে ভ্রাম্যমাণ ওয়াইফাই ওয়ালা আখের রসের এই গাড়ির সামনে।
advertisement
হাবড়া যশোর রোড সংলগ্ন এলাকায় এদিন দেখা গেল অভিনব এই ফলের রসের ভ্রাম্যমাণ গাড়ি। শুধু আখের রস নয় হরেক রকমের ফলের রস পাওয়া যায় এই গাড়িতে। যেখানে একটি টোটোকে রূপান্তরিত করে আধুনিক সাজে সাজিয়ে তোলা হয়েছে। তাতে করা হয়েছে চারচাকা গাড়ির অনুকরণে স্টেয়ারিং, রয়েছে ডিজিটাল স্পিড মিটার। গাড়িটিতে রয়েছে সিসিটিভি ক্যামেরা ফলে সঠিক পরিষেবা থেকে নিরাপত্তা সবেতেই দেওয়া হয়েছে জোর। গাড়িতে লাগানো ওয়াইফাই পরিষেবার সুবিধাও পাচ্ছেন ক্রেতারা। সঙ্গে মিলছে ঠান্ডা ফলের রস।
এভাবেই ফলের রস বিক্রি করে সংসারের মুখে হাসি ফোটাচ্ছেন যুবক। তবে পরীক্ষামূলকভাবে এই ভ্রাম্যমাণ গাড়ি সফলতা পেলে, আগামী দিনে এ ধরনের আরও ফলের রসের গাড়ি নিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলেও জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এই ভ্রাম্যমাণ ফ্রি ওয়াইফাইওয়ালা এই ফলের রসের গাড়ির কথা।