কী ভাবে এড়ানো যাবে এই বিপদ? এই বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন, রাজ্যের প্রাক্তন কৃষি বিপণণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী তথা চিকিৎসক মোর্তাজা হোসেন।
আরও পড়ুনঃ দুর্দান্ত সুবিধা, শুরু হল 'দুয়ারে ডাক্তার'! কঠিন রোগের চিকিৎসা এবার সহজেই
তিনি বলেন, বসন্তের শুরুতে বিভিন্ন ফলের মুকুল ধরে। ফলে বাতাসে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে। পাশাপাশি ভাইরাসও ছড়িয়ে পড়ে। আগাম প্রস্তুতি নিয়ে শিশুদের সাবধানে রাখতে হবে। নিয়মিত পুষ্টিকর খাদ্য খাওয়াতে হবে। অ্যাডিনো ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। এক সপ্তাহ সতর্কভাবে থাকলে সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। সর্দি, কাশি, হাঁচি, জ্বর, গলা ব্যথার উপসর্গের পাশাপাশি শ্বাসকষ্ট হতে পারে। প্রবল শ্বাসকষ্ট হলে সংশ্লিষ্ট রোগীকে হাসপাতালে ভর্তি করা জরুরি।
advertisement
জুলফিকার মোল্যা
Location :
Kolkata,West Bengal
First Published :
March 03, 2023 9:28 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Adenovirus|| অ্যাডিনোভাইরাস কীভাবে ছড়ায়? আর কতদিন থাকবে? প্রাক্তন মন্ত্রী তথা চিকিৎসকের অদ্ভূত নিদান





