TRENDING:

Adenovirus|| অ্যাডিনোভাইরাস কীভাবে ছড়ায়? আর কতদিন থাকবে? প্রাক্তন মন্ত্রী তথা চিকিৎসকের অদ্ভূত নিদান

Last Updated:

Adenovirus: বসন্তের শুরুতে বিভিন্ন ফলের মুকুল ধরে। ফলে বাতাসে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে। পাশাপাশি ভাইরাসও ছড়িয়ে পড়ে। আগাম প্রস্তুতি নিয়ে শিশুদের সাবধানে রাখতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাটঃ অ্যাডিনো থেকে মুক্তি পাওয়ার বিশেষ পরামর্শ দিলেন রাজ্যের প্রাক্তন কৃষি বিপণণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী তথা চিকিৎসক মোর্তাজা হোসেন। করোনার পর অ্যাডিনো আতঙ্ক! তবে অ্যাডিনো নিয়ে কোনও আতঙ্কের কারণ নেই। আবহাওয়া পরিবর্তনের সময়কালে রাজ্য জুড়ে অ্যাডিনো ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমবর্দ্ধমান। রাজ্যের দক্ষিণের জেলা উত্তর ২৪ পরগণাও তার ব্যতিক্রম নয়। মূলতঃ শূণ্য থেকে পাঁচ বছর বয়সী শিশুরাই ভাইরাসে আক্রান্ত হচ্ছে।
advertisement

কী ভাবে এড়ানো যাবে এই বিপদ? এই বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন, রাজ্যের প্রাক্তন কৃষি বিপণণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী তথা চিকিৎসক মোর্তাজা হোসেন।

আরও পড়ুনঃ দুর্দান্ত সুবিধা, শুরু হল 'দুয়ারে ডাক্তার'! কঠিন রোগের চিকিৎসা এবার সহজেই

তিনি বলেন, বসন্তের শুরুতে বিভিন্ন ফলের মুকুল ধরে। ফলে বাতাসে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে। পাশাপাশি ভাইরাসও ছড়িয়ে পড়ে। আগাম প্রস্তুতি নিয়ে শিশুদের সাবধানে রাখতে হবে। নিয়মিত পুষ্টিকর খাদ্য খাওয়াতে হবে। অ্যাডিনো ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। এক সপ্তাহ সতর্কভাবে থাকলে সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। সর্দি, কাশি, হাঁচি, জ্বর, গলা ব্যথার উপসর্গের পাশাপাশি শ্বাসকষ্ট হতে পারে। প্রবল শ্বাসকষ্ট হলে সংশ্লিষ্ট রোগীকে হাসপাতালে ভর্তি করা জরুরি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Adenovirus|| অ্যাডিনোভাইরাস কীভাবে ছড়ায়? আর কতদিন থাকবে? প্রাক্তন মন্ত্রী তথা চিকিৎসকের অদ্ভূত নিদান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল