আরও পড়ুন: চিকিৎসকের দেখা নেই, খাবারও পাচ্ছেন না রোগীরা! মারাত্মক ঘটনা এই হাসপাতালে
গত পাঁচদিনের দৌড়ঝাঁপে চোখের জল শুকিয়ে গিয়েছে মৃত রাজা লোহারের বাবার। তাঁর এখন একটাই প্রার্থনা, ছেলের শেষ কাজটুকু করতে দেওয়া হোক। প্রশাসনের কাছে হাতজোড় করে তিনি মৃত সন্তানের দেহ ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন। এদিকে পুলিশ সূত্রে বলা হয়েছে, কোনও জেলবন্দির মৃত্যু হলে স্পেশাল ময়না তদন্ত করা হয়। কিন্তু তিনি না থাকায় এবং শুরুতে জেলের নথিতে রাজা লোহারের বাবার নাম ভুল থাকার কারণে দেহ পরিবারের হাতে তুলে দিতে দেরি হচ্ছে।
advertisement
এইসব আইনি মারপ্যাঁচের ফলে মৃতের পরিবার যে প্রবল ভোগান্তির সম্মুখীন হচ্ছে তা বলাই বাহুল্য। বিষয়টি অমানবিক বলে প্রশাসনের বিরুদ্ধে ইতিমধ্যেই সুর চরাতে শুরু করেছে বিরোধীরা। মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সন্তানের দেহ ফিরে না পেলে তাঁরা প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন।
রুদ্রনারায়ণ রায়