আর কয়েকদিনের অপেক্ষা, তারপরেই আবারও উৎসবের আনন্দে সেজে উঠতে তৈরি হচ্ছে জেলার ব্যারাকপুর মহকুমার নৈহাটি শহর। বিগত কয়েক বছরে নৈহাটির কালীপুজো রাজ্যবাসীর বিশেষ নজর কেড়েছে। আলোক সজ্জার পাশাপাশি নতুন নতুন চিন্তা ভাবনার উপস্থাপনা সারা ফেলে দিয়েছে এখানকার স্থানীয় ক্লাব গুলি। তাই এবারও শ্যামা পূজাকে কেন্দ্র করে সেজে উঠেছে নৈহাটির বিভিন্ন ক্লাব গুলি।
advertisement
নিরাপত্তার বিষয়টি নিয়েও চিন্তা-ভাবনা শুরু করেছে প্রশাসন। প্রতি বছরের মতো এবছরও প্রায় কয়েক হাজার দর্শনার্থী ভিড় জমাবেন নৈহাটির পুজো দেখতে। নৈহাটির পুজোগুলির মধ্যে এবারে অন্যতম বিশেষ আকর্ষণ ঘাসের প্রতিমা। বিজয়নগর দেশবন্ধু পল্লী আমরা সবাই ক্লাবের এবারে তারা ফুটিয়ে তুলছেন গ্রিন হাউস। প্যান্ডেলটিও তৈরি হচ্ছে ঘাস দিয়ে৷ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ।
আরও পড়ুন: 'দাঁত উপড়ে ফেলতে হবে!' পঞ্চায়েত ভোট নিয়ে হুমকি পার্থর, সমর্থন মন্ত্রী উদয়নের
আরও পড়ুন: উদ্ধার ৩০ হাজার নিষিদ্ধ মাদক-ট্যাবলেট, মালদহে এসটিএফের হাতে গ্রেফতার আন্তঃরাজ্য চক্র
কাল থেকেই খুলে দেওয়া হবে দর্শকদের জন্য। প্রতিবছরই কিছু না কিছু নতুন করার চেষ্টা করেন এই ক্লাবের উদ্যোক্তারা। করোনা পরবর্তী সময়ে মানুষের ভিড় ভালই হবে বলে আশা প্রকাশ করছেন উদ্যোগতারা। এই প্যান্ডেলের মধ্যে দিয়েই পরিবেশ সচেতনতরাও একটি বার্তা তুলে ধরতে চেয়েছেন তাঁরা।
বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ক্ষতি হচ্ছে পৃথিবীর তাই গ্রিন হাউস থিম কে সামনে রেখেই দেওয়া হচ্ছে সচেতনতার বার্তা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। নদিয়া থেকে আনা হচ্ছে এই ক্লাবের প্রতিমা।
রুদ্র নারায়ণ রায়