স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোদপুর ট্রাফিক গার্ডের এক সিভিক পুলিশ ও ট্রাফিক পুলিশ সোদপুর ব্রিজের সামনে মধ্যমগ্রাম সোদপুর রোডে ডিউটি করছিলেন। সেই সময় রাস্তায় যানবাহনে চাপ থাকায়, গাড়ি নিয়ন্ত্রণ করতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিলো। পুলিস সূত্রে খবর, বারণ করা সত্ত্বেও টোটোচালকরা ওই ব্রিজের মুখ থেকেই ইউটার্ন নিচ্ছিলেন। সেই সময় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার বাধা দেয়। এরপরই, টোটোচালকের সাথে পুলিশের বাদানুবাদ শুরু হয়ে যায়।
advertisement
আরও পড়ুনঃ যশোর রোডের উপর গাছের মরা ডাল এখন পথচারীদের আতঙ্কের কারণ!
মুহূর্তেই প্রায় ৫০ থেকে ৬০ জন টোটো চালক ওই জায়গায় জড়ো হয়ে যান। কিছু সময়ের মধ্যেই সৃষ্টি হয় চরম উত্তেজনার। সিভিক ভলেন্টিয়ারকে মারধরও করা হয় বলে অভিযোগ। যার কারণে হাতে আঘাত লাগে সিভিক ভলেন্টিয়ারের। কর্তব্যরত ট্রাফিক পুলিশ এগিয়ে আসলে তাকেও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ আসে।
আরও পড়ুনঃ শেষ মুহূর্তে পরিকল্পনার বদল! চাঁদার টাকা দিয়েই স্বাস্থ্য পরীক্ষা শিবির
ঘটনায় জড়িত থাকায় পুলিশ দুজন টোটোচালক কে গ্রেফতার করেছে। পাল্টা টোটো চালকদের অভিযোগ, পুলিশ টোটো চালকদের সঙ্গে বাজে ব্যবহার করে। টোটোচালকদের মারধরও করা হয়। যদিও গোটা ঘটনাকে নিন্দনীয় বলে জানিয়েছেন বিধায়ক নির্মল ঘোষ। আক্রান্ত সিভিক ভলেন্টিরের নাম সঞ্জীব ওরাও তাকে খড়দহ বলরাম স্টেট্ জেনারেল হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। যান নিয়ন্ত্রণ কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে এই ঘটনায় সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের।
Rudra Narayan Roy