এলাকার আরো বেশকিছু গাছেও আক্রমণ করেছে সেই পোকা। এলাকার ব্যস্ততম রাস্তার উপর বিপজ্জনকভাবে মরা গাছগুলি রয়ে যাওয়া, যেকোন মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে। ইতিমধ্যেই যশোর রোড পার্শ্ববর্তী প্রাচীন গাছগুলির মরা ডাল ভেঙে দুর্ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। প্রানহানির ঘটনাও ঘটেছে। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বলেও জানান। পরিবেশবিদরাও ইতিমধ্যেই এলাকায় পর্যবেক্ষণ করে গিয়েছেন। স্থানীয় প্রশাসনের তরফ থেকে বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করা হলেও তেমনভাবে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলেই জানান এলাকাবাসীরা।
advertisement
আরও পড়ুনঃ ভিড় রাস্তায় হাতাহাতিতে জড়ালেন সিভিক ভলেন্টিয়ার ও টোটো চালকরা
প্রাণ হাতে নিয়ে অগণিত মানুষের আতঙ্কের যাতায়াত চলছে যশোর রোডের উপর দিয়ে। বিপদজনক গাছ পড়লে পৌরসভার তরফ থেকে এসে কিছু ডাল কেটে দিয়ে যাওয়া হলেও, প্রকাণ্ড ঐ গাছগুলির মরা ডাল গুলি এখনও রাস্তার উপর ঝুলে রয়েছে। পুজোয় বহু দর্শনার্থী এই রাস্তার উপর দিয়েই যাতায়াত করবেন। সেই জায়গায় দাঁড়িয়ে কোন বিপদ ঘটলে তার দায় কে নেবে এখন তা নিয়েই উঠছে প্রশ্ন।
Rudra Narayan Roy