TRENDING:

North 24 Parganas News: যশোর রোডের উপর গাছের মরা ডাল এখন পথচারীদের আতঙ্কের কারণ!

Last Updated:

অজানা কারণে ধীরে ধীরে মরে যাচ্ছে এলাকার একের পর এক সতেজ গাছ। কেউ বলছেন পোকার আক্রমণ আবার কেউ অভিযোগ তুলছেন চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে গাছগুলিকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা : অজানা কারণে ধীরে ধীরে মরে যাচ্ছে এলাকার একের পর এক সতেজ গাছ। কেউ বলছেন পোকার আক্রমণ আবার কেউ অভিযোগ তুলছেন চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে গাছগুলিকে। তবে পরপর গাছগুলি এভাবে মরে যাওয়ার ঘটনায়, ইতিমধ্যেই আতঙ্ক তৈরি হয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরের মানিকতলা এলাকায়। যশোর রোডের পাশের বেশ কয়েকটি গাছের এভাবেই অজানা কারণে মৃত্যু ঘটেছে। একের পর এক সারিবদ্ধ ভাবে গাছগুলি মরে যাওয়ায় সন্দেহ দানা বেঁধেছে এলাকাবাসীদের মধ্যে। স্থানীয়দের দাবি অবশ্য বিশেষ প্রজাতির পোকার আক্রমণে মৃত্যু ঘটেছে গাছগুলির।
আতঙ্কের যাতায়াত
আতঙ্কের যাতায়াত
advertisement

এলাকার আরো বেশকিছু গাছেও আক্রমণ করেছে সেই পোকা। এলাকার ব্যস্ততম রাস্তার উপর বিপজ্জনকভাবে মরা গাছগুলি রয়ে যাওয়া, যেকোন মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে। ইতিমধ্যেই যশোর রোড পার্শ্ববর্তী প্রাচীন গাছগুলির মরা ডাল ভেঙে দুর্ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। প্রানহানির ঘটনাও ঘটেছে। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বলেও জানান। পরিবেশবিদরাও ইতিমধ্যেই এলাকায় পর্যবেক্ষণ করে গিয়েছেন। স্থানীয় প্রশাসনের তরফ থেকে বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করা হলেও তেমনভাবে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলেই জানান এলাকাবাসীরা।

advertisement

আরও পড়ুনঃ ভিড় রাস্তায় হাতাহাতিতে জড়ালেন সিভিক ভলেন্টিয়ার ও টোটো চালকরা

প্রাণ হাতে নিয়ে অগণিত মানুষের আতঙ্কের যাতায়াত চলছে যশোর রোডের উপর দিয়ে। বিপদজনক গাছ পড়লে পৌরসভার তরফ থেকে এসে কিছু ডাল কেটে দিয়ে যাওয়া হলেও, প্রকাণ্ড ঐ গাছগুলির মরা ডাল গুলি এখনও রাস্তার উপর ঝুলে রয়েছে। পুজোয় বহু দর্শনার্থী এই রাস্তার উপর দিয়েই যাতায়াত করবেন। সেই জায়গায় দাঁড়িয়ে কোন বিপদ ঘটলে তার দায় কে নেবে এখন তা নিয়েই উঠছে প্রশ্ন।

advertisement

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: যশোর রোডের উপর গাছের মরা ডাল এখন পথচারীদের আতঙ্কের কারণ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল