TRENDING:

North 24 Parganas News: পাসপোর্ট ছাড়াই ইন্দোনেশিয়ার বালি ভ্রমণের সুযোগ! জানুন আসলে বিষয়টা কী?

Last Updated:

পাসপোর্ট ছাড়াই ইন্দোনেশিয়ার বালি ভ্রমনের সুযোগ! জানুন আসলে ব্যাপারটা কি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারাসাত, উত্তর ২৪ পরগনা: বারাসাত থেকে ব্রিজ পেরোলেই পৌঁছে যাবেন ইন্দোনেশিয়ার বালি দ্বীপে! অবাক মনে হলেও, বাস্তবে ঘটবে এমনটাই। পাসপোর্ট ছাড়াই বিদেশ ভ্রমণের সুযোগ করে দিচ্ছে বারাসাতের কালীপুজোর আয়োজন করা অন্যতম ক্লাব সন্ধানী। ৬৩ তম বর্ষে একেবারে অন্যরকম ভাবে কালীপুজোর মণ্ডপ তৈরি করে সাধারণ দর্শনার্থীদের নজর কাড়তে চলেছে এই পুজো উদ্যোক্তারা।
advertisement

আরও পড়ুন- গত নির্বাচনে সিঙ্গুর ইস্যুতে শান দিয়ে ‘ফেল’, ফের বঙ্গ বিজেপির হাতিয়ার সেই সিঙ্গুর

এবার ‘ইন্দোনেশিয়ার বালি দ্বীপ’ রূপ পাবে সন্ধানীর শ্যামা পূজোর মণ্ডপ হিসেবে। চারিদিকে জল, আর তার মাঝেই থাকবে বিশালাকার প্যান্ডেল। জলের উপর থাকা কংক্রিটের ব্রিজ পেরিয়ে তবেই দেখা মিলবে ১৬ হাত বিশিষ্ট শ্যামা মায়ের। তাই প্যান্ডেলের পাশাপাশি ব্রিজটিও বেশ মজবুত করে তৈরি করা হচ্ছে। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের অপরূপ সৌন্দর্য চাক্ষুষ করতে প্রতি বছরই বহু পর্যটক পাড়ি দেন বিদেশে। আর তাই এবার সেই সৌন্দর্য জেলাবাসীদের উপভোগ করাতে সন্ধানী ক্লাব তাদের পুজো মন্ডপকে হুবহু সেই একই রূপ দিতে চলেছে। মাস খানেক ধরে প্রায় আড়াই বিঘা জমির উপর তৈরি হচ্ছে এই প্যান্ডেল।

advertisement

আরও পড়ুন– লাইট কমার্শিয়াল ভেহিক্যালের সম্ভার নিয়ে পূর্ব ভারতে পা রাখছে অশোক লেল্যান্ড, বাংলার বাজারই পাখির চোখ

View More

মণ্ডপটি হচ্ছে ৬৫ ফুট লম্বা ও ৪৫ ফুট চওড়া। প্যান্ডেলের চারপাশেই থাকবে জল। বিশালাকার প্যান্ডেলে প্রবেশ করতে গেলে দর্শনার্থীদের পার হতে হবে ব্রিজ। দর্শনার্থীদের ভিড় সামাল দেওয়ার পাশাপাশি সুরক্ষার জন্য ব্রিজটি তৈরি করা হচ্ছে কংক্রিটের। যার দৈর্ঘ্য ৩৫ ফুট ও চওড়ায় ৩ ফুট বলেই জানা গিয়েছে। প্যান্ডেলটিও তৈরি হচ্ছে সম্পূর্ণ লোহার কাঠামো দিয়ে। পাশাপাশি থাকছে প্লাই, ফাইবার সহ অন্যান্য সামগ্রী। মণ্ডপের চারধারে থাকবে সুসজ্জিত চোখ ধাঁধানো আলোকসজ্জা। গত বছর এই সন্ধানী ক্লাবের থিম ছিল ‘মা আসছেন লিফটে’, যা দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন। উদ্যোক্তাদের আসা, এবারও তাদের থিম মানুষের মনে আলাদা জায়গা করে নেবে। সিসিটিভির পাশাপাশি মন্ডপে বাড়তি ভিড় সামাল দেওয়ার জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। এখন তাই জোরকদমে চলছে মণ্ডপ সাজিয়ে তোলার কাজ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: পাসপোর্ট ছাড়াই ইন্দোনেশিয়ার বালি ভ্রমণের সুযোগ! জানুন আসলে বিষয়টা কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল