TRENDING:

North 24 Parganas: বাংলার সুনাম ফেরাতে নিঃশব্দ বিপ্লব ৫০ বছরের ইসমাইলের

Last Updated:

গ্রামের ছেলেদের অ্যাথেলেটিক তৈরি করে বাংলার সুনাম ফেরাতে নিঃশব্দ বিপ্লব ৫০ বছরের ইসমাইলের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল অ্যাথেলেটিক (Athletic) হওয়ার। সেই স্বপ্ন আঁকড়েই পথ চলা শুরু হয়েছিল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) স্বরুপনগর থানার চারঘাট ভূমিতলার বাসিন্দা ইসমাইল সরদারের। অতি দরিদ্র কৃষক পরিবারের সন্তান হওয়ায় অনেক সময়ই জীবনের লক্ষ্যপুরনে এসেছে বাঁধা। তবে কোন প্রতিকুলতার কাছে ছেলেকে হার মানতে দেননি ইসমাইলের বাবা যোহরআলী সরদার। কারণ কৃষক পরিবারে বেড়ে উঠলেও বাবা চাইতেন ছেলে একদিন স্বপ্নপুরন করবেই। অ্যাথেলেটিক (Athletic) হয়ে শুধু রাজ্যে নয়, দেশের মধ্যেও সুনাম ছড়িয়ে পড়বে ছেলে ইসমাইলের।
অ্যাথলেটিক ইসমাইল সরদার
অ্যাথলেটিক ইসমাইল সরদার
advertisement

শত অভাব ও প্রতিকুলতাকে সরিয়ে দিয়ে বাবার স্বপ্নপুরন করেছেন ইসমাইল সরদার। বাল্যবয়স থেকেই জেলাস্তরের এক একটি ইভেন্টে (Event) পদক এনে ইসমাইল বুঝিয়ে দিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। প্রতিভা দেখে তার উপর নজর পড়েছিল তৎকালীন বাম সরকারের ক্রীড়ামন্ত্রী (Sports Minister) সুভাষ চক্রবর্তীর। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি চারঘাটের অ্যাথেলেটিক (Athletic) ইসমাইল সরদারকে। একের পর এক পদক জয় করে তিনি ভরিয়েছেন তার সাফল্যের ঝুড়ি। ১৯৮৯ সালে দেশে অনুষ্ঠিত অ্যামচার অ্যাথেলেটিক ফেডারেশান অফ ইন্ডিয়ার উদ্যোগে ১০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে, সারা দেশের ক্রীড়ামহলের সুনজরে চলে এসেছিলেন ইসমাইল।

advertisement

অল ইন্ডিয়া ম্যারাথন রেসে ৪২ কিলোমিটারের টার্গেট তিনি শেষ করেছিলেন ২ ঘন্টা ৪৯ মিনিটে। সেই প্রতিযোগিতায় হয়েছিলেন তৃতীয়। স্টেট অ্যাথেলেটিকে একাধিকবার অংশগ্রহন করে বেশিরভাগ প্রতিযোগীতায় প্রথমস্থান অধিকার করে খেলাধুলার জগতে বাংলার নাম উজ্জ্বল করেছেন ইসমাইল সরদার। বর্তমানে বয়স ৫০ পেরোলেও এখনো তিনি তার অভ্যাস বদলান নি। নিয়মিত সকাল থেকেই এই বয়সেও চালিয়ে যাচ্ছেন তার প্র্যাক্টিস। তার এই অনুশীলন থেকে প্রেরনা পেয়ে চারঘাট এলাকার বহু যুবক অ্যাথেলেটিক হওয়ার স্বপ্ন দেখছেন। এলাকার দুঃস্থ পরিবারের প্রতিভাবান কাউকে পেলেই ইসমাইলবাবু তাকে অ্যাথেলেটিক হওয়ার সবকরম কৌশলের পাঠ দিয়ে থাকেন। এমনকি সেনাবাহিনীতে যোগ দিতে যে প্রশিক্ষণের প্রয়োজন তাও বিনে পয়সায় যুবকদের দিয়ে থাকেন তিনি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
চা-বিস্কুট দেখেই মুখে পুরেছেন তো 'মরেছেন'! এগুলো আসলে কী বলুন তো?
আরও দেখুন

সম্প্রতি বিশিষ্ট অ্যাথেলেটিক ইসমাইল সরদারকে রাজ্য ক্রীড়া সেলের আজীবনের সদস্যপদ দিয়ে সম্মান জানানো হয়। দরিদ্রতার সঙ্গে লড়াই করে একজন সফল অ্যাথেলেটিক হওয়ার পরও ইসমাইল সরদার আক্ষেপ করে জানানেন, আমাদের গ্রামবাংলায় বহু প্রতিভার জন্ম হলেও অভাব আর সঠিক পথপ্রদর্শকের অভাবে হারিয়ে যায়। সরকারের পক্ষ থেকে খেলাধুলার উন্নতির জন্য যদি সঠিক প্রশিক্ষন বা সুযোগের রাস্তা তৈরি করে দেওয়া হয় তবে বাংলা থেকেও আগামীদিনে উঠে আসতে পারে মিলখা সিং-এর মতো এক একটি রত্ন। ইসমাইলবাবু আরও জানালেন, শরীরে যতদিন সামর্থ থাকবে ততদিন অ্যাথেলেটিক গড়ে তোলার কাজ চালিয়ে যাবেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: বাংলার সুনাম ফেরাতে নিঃশব্দ বিপ্লব ৫০ বছরের ইসমাইলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল