শুধু অনলাইনেই নয়, অফলাইনেও এই গান বাজানো হচ্ছে বাম প্রার্থীদের প্রচারে। অশোকনগর পুর এলাকার অনুন্নয়নের অনেক দিক কার্টুন ও গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে বামেদের এই থিম সং এর মাধ্যমে। পাশাপাশি, পুরবোর্ড বামেরা দখল করতে পারলে কী কী উন্নয়ন বা পরিষেবা সাধারণ মানুষকে দেওয়া হবে , সে কথাও এই গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বামেদের এই হাইটেক প্রচারকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব (North 24 Parganas News)।
advertisement
স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে জানানো হয়, "এই সব গান বাজিয়ে কোনও লাভ নেই! বিধানসভা ভোটে দেখছি টুম্পা গানে বামফ্রন্টের অনেক লাফালাফি, কি হল! জিরো। এবার আবার দেখছি পুষ্পা গানের একটি প্যারোডি তৈরি করেছে। পুরোটাই নকল করে চলছে এখনকার বামফ্রন্ট। এইসব গানের থেকে খেলা হবে গান অশোকনগরে অনেক জনপ্রিয়।" ইতিমধ্যে তৃণমূল ২৩/০ গোলে জিতে আছে অশোকনগর পুরসভায় বলে জানান ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তাপস ভট্টাচার্য। পাশাপাশি এই গান প্রসঙ্গে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, অতীতের বাম নেতৃত্ব থাকলে, আজকে বামেদের এই গান শুনে গলায় দড়ি দিতেন তারা। একদিকে বামেদের পুষ্পা সং অপরদিকে খেলা হবে গানের মধ্য দিয়েই অশোকনগর পৌরসভা নির্বাচন রীতিমতো জমে উঠেছে। কোন গান বাজিমাত করে, ভোটের ফলাফল তা জানিয়ে দেবে। আর তার জন্য অপেক্ষা আরো বেশ কিছু দিনের।
Rudra Narayan Roy