বনগাঁ পেট্রোপোল সীমান্তের প্রতিবাদকারীদের অভিযোগ, উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে বনগাঁ পেট্রাপোল বিএসএফ ও পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির সিদ্ধান্তে সমস্যায় পড়ছেন পোর্টের ব্যবসায়ীরা। তাদের আরও অভিযোগ, চেকিং এর নামে প্রায়ই অত্যাচার চালায় বিএসএফ। এরই প্রতিবাদে সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করে দেন ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন, বনগাঁ গুডস (North 24 Parganas News)ট্রানস্পর্ট অ্যাসোসিয়েশন সহ কয়েকটি সংগঠন সংগঠন।
advertisement
বিএসএফ মোড়ে বিক্ষোভ দেখান ট্রান্সপোর্ট কর্মীরা(North 24 Parganas News)। এমনকি পেট্রোলগামী গাড়ি আটকে বিক্ষোভে শামিল হওয়ারও আহ্বান দেখা গেল বন্ধ সমর্থক কারীদের। শ্রমিক নেতা খোকন পালের বক্তব্য, গাড়ির হেলপার নিয়ে পোর্ট এর মধ্যে কোন ট্রান্সপোর্টারকে ঢুকতে দেওয়া হচ্ছে না। রাজ্যের সমস্ত জায়গায় এক নিয়ম চালু থাকলেও পেট্রাপোলে রয়েছে অন্য নিয়ম। আন্দোলনকারীদের এহেন আচরণে ক্ষুব্ধ শুল্ক দফতরের আধিকারিকরা।
দপ্তরের আধিকারিক কমলেশ সাহানি জানান, 'সুরক্ষার প্রয়োজনে কিছু নিয়ম বলবৎ করা হয়েছে। সেই নিয়ম গুলো মানলে আখেরে সুবিধা হবে দেশের সুরক্ষার।' অনির্দিষ্টকালের জন্য পেট্রাপোল সীমান্তে ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ায় বেশ সমস্যায় পড়েছেন সীমান্ত বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকা ব্যবসায়ীরা। কিভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যায়, এখন সেই রাস্তাই খুঁজতে তৎপর দু'পক্ষ।
রুদ্র নারায়ন রায়