TRENDING:

North 24 Parganas News- ১০০ লোক নিমন্ত্রিত নাটা পাঁঠার জন্মদিনে

Last Updated:

হাবড়ায় রীতিমতো প্যান্ডেল করে খাওয়া দাওয়া, আট বছরের জন্মদিন পালন নাটা পাঁঠার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

আসলে হাবড়া পৌরসভার কামারথুবা এলাকার বাসিন্দা ছায়াদেবীর আশ্রয়ে বেড়ে ওঠা এই পুরুষ ছাগলটি আট বছরে পা দিল। ছোট থেকেই এলাকায় সকলের প্রিয় পাত্র হয়ে ওঠে সে। এলাকায় নাটা নামে এক ডাকে সবাই তাকে চেনে। কোন এক শীতের রাতে ছায়াদেবীর বাড়ি আশ্রয় নিয়েছিল এই পুরুষ ছাগলটি। সেই সময় থেকে কেমন করে যেন নিজের সন্তানের মতোই ছায়াদেবীর মনে জায়গা করে নেয় এই পুরুষ ছাগল ওরফে নাটা (North 24 Parganas News)। আট বছরে ঠিক সন্তানের জন্মদিন পালন করতে বাবা-মায়েরা যা যা করেন, ঠিক সে ভাবে সন্তানসম নাটার জন্মদিন পালন করে এলাকায় শোরগোল ফেলে দিয়েছেন কামারথুবার বাসিন্দা ছায়াদেবী।

advertisement

এদিন ছায়াদেবী জানান, "নাটার জন্মদিনে পেটপুরে খাওয়াবো বলেই এত আয়োজন। ও আমার সন্তান। এলাকার সকলেই ওকে ভালবাসে, খেতে দেয়। আমার কথা ও বুঝতে পারে। আজ ওর জন্যই কেক এনেছি। ওর এই দিনটি যাতে সবাই মনে রাখতে পারে তার জন্যই এই প্রচেষ্টা।" এক অবলা প্রানীকে সন্তান স্নেহে বড় করে তার জন্মদিন পালন করার এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও, ছায়াদেবীর এমন ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন পশুপ্রেমীরা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
যেন ছোট্ট মীনাক্ষী! বক্তৃতায় সে কী তেজ! রাজনীতির সংজ্ঞা যেন বদলে গেল ইশিকার ভাষায়
আরও দেখুন

নিমন্ত্রিত কল্পনা দাস জানালেন, "দারুন খেলাম। নাটার জন্মদিনে এভাবে ছায়াদেবী আয়োজন করবে ভাবতে পারিনি। আমরা সারাদিন ওকে দেখি, ও ঘুরে বেড়ায় এদিক ওদিক। আমরা মাঝে মাঝে খেতেও দিই। একটু বেঁটেখাটো হওয়ার জন্য ওর নাম দেওয়া হয়েছিল নাটা। সেই নামেই এখন ওকে সবাই চেনে। বাজার এলাকায় গেলে দোকানদাররাও ওকে খেতে দেয় দেখি।" এভাবেই নাটার জন্মদিনে মেতে উঠলো এলাকার বাসিন্দারা। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কেউ হেসে লুটোপুটি, তো কেউ আজব আজব কমেন্ট করছেন। সবমিলিয়ে নাটা এখন ফেমাস।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- ১০০ লোক নিমন্ত্রিত নাটা পাঁঠার জন্মদিনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল