দুর্যোগের কারণে সকাল থেকেই যানবাহন কম রাস্তায়। এর মধ্যেই প্রসব যন্ত্রণা উঠতে অন্তঃসত্ত্বাকে ওই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে। উত্তর ২৪ পরগনার প্রত্যন্ত সুন্দরবনের হিঙ্গলগঞ্জ থানা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডলের স্ত্রীর সরলা মণ্ডলের প্রসব যন্ত্রণা উঠতেই স্থানীয় এক অটোচালকের সহায়তায় হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল। লেবুখালী থেকে ন’নম্বর হাসপাতালে যাওয়ার পথে প্রাকৃতিক দুর্যোগ বাধা হয়ে দাঁড়ায়। তার মধ্যেই প্রসব যন্ত্রনা চরমে উঠলে স্থানীয় এক ডাক্তারের চেম্বারে গাড়ি দাঁড় করিয়ে দেন চালক।
advertisement
অবস্থা বেগতিক দেখে ছুটে আসেন স্থানীয় চিকিৎসক সুব্রত মিস্ত্রি। স্বরূপকাঠি বাজারে গাড়িতেই রাস্তার উপরে পুত্র সন্তানের জন্ম দেন সরলাদেবী। ঘটনার কথা জানাজানি হতেই এলাকাবাসীদের ভিড় জমে যায় সদ্যজাতকে দেখতে। বৃষ্টিকে উপেক্ষা করেই সুন্দরবনের কোলে দুর্যোগ মাথায় নিয়ে জন্মগ্রহণ করা শিশুর মা তার নাম রাখলেন অরণ্য। ঘটনার কথা জানতে পেরে ছুটে আসেন দুলদুলি পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বিধান মণ্ডল।
আরও পড়ুন: প্রতি মাসে ১০০ টাকা ডোনেশন দিতে হবে পড়ুয়াদের, কর্নাটক সরকারের নিয়মে বিতর্ক
আরও পড়ুন: সরযূ নদীর ঘাটে ১৮ লক্ষ প্রদীপ জ্বালিয়ে দীপোৎসবের সূচনা প্রধানমন্ত্রীর, আজ অযোধ্যা আলোকজ্জ্বল...
অটোচালকের তৎপরতায় প্রাণ বাঁচে মা ও শিশুর, বলছেন স্থানীয়রা। স্থানীয়দের তরফ থেকেই নিয়ে আসা হয় কাপড় তোয়ালে-সহ গরম জল। সুন্দরবনবাসীদের কোলেই স্বস্তির নিঃশ্বাস ফেলল দুর্যোগ মাথায় করে জন্মগ্রহণ করা সদ্যোজাত শিশুপুত্র অরণ্য। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছে বলেই জানা গিয়েছে।
রুদ্র নারায়ণ রায়