TRENDING:

North 24 Parganas News: সুন্দরবনে দুর্যোগ মাথায় করে অটোতেই জন্ম নিল ‘অরণ্য’ 

Last Updated:

সুন্দরবনে দুর্যোগ মাথায় করে অটোতেই জন্ম নিল শিশু পুত্র অরণ্য 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: দীপাবলীর উৎসব এর মাঝেই প্রাকৃতিক দুর্যোগের ভ্রুকুটি জেলায়। সুন্দরবন অঞ্চলে রাত থেকেই শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত সঙ্গে চলছে ঝড়ো হাওয়া। আর তার মাঝেই জন্ম নিল অরণ্য। সুন্দরবন অঞ্চলে অটোতেই জন্মগ্রহণ করল সদ্যজাত শিশু পুত্র।
মা সহ সদ্যোজাত
মা সহ সদ্যোজাত
advertisement

দুর্যোগের কারণে সকাল থেকেই যানবাহন কম রাস্তায়। এর মধ্যেই প্রসব যন্ত্রণা উঠতে অন্তঃসত্ত্বাকে ওই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে। উত্তর ২৪ পরগনার প্রত্যন্ত সুন্দরবনের হিঙ্গলগঞ্জ থানা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডলের স্ত্রীর সরলা মণ্ডলের প্রসব যন্ত্রণা উঠতেই স্থানীয় এক অটোচালকের সহায়তায় হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল। লেবুখালী থেকে ন’নম্বর হাসপাতালে যাওয়ার পথে প্রাকৃতিক দুর্যোগ বাধা হয়ে দাঁড়ায়। তার মধ্যেই প্রসব যন্ত্রনা চরমে উঠলে স্থানীয় এক ডাক্তারের চেম্বারে গাড়ি দাঁড় করিয়ে দেন চালক।

advertisement

অবস্থা বেগতিক দেখে ছুটে আসেন স্থানীয় চিকিৎসক সুব্রত মিস্ত্রি। স্বরূপকাঠি বাজারে গাড়িতেই রাস্তার উপরে পুত্র সন্তানের জন্ম দেন সরলাদেবী। ঘটনার কথা জানাজানি হতেই এলাকাবাসীদের ভিড় জমে যায় সদ্যজাতকে দেখতে। বৃষ্টিকে উপেক্ষা করেই সুন্দরবনের কোলে দুর্যোগ মাথায় নিয়ে জন্মগ্রহণ করা শিশুর মা তার নাম রাখলেন অরণ্য। ঘটনার কথা জানতে পেরে ছুটে আসেন দুলদুলি পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বিধান মণ্ডল।

advertisement

View More

আরও পড়ুন: প্রতি মাসে ১০০ টাকা ডোনেশন দিতে হবে পড়ুয়াদের, কর্নাটক সরকারের নিয়মে বিতর্ক

আরও পড়ুন: সরযূ নদীর ঘাটে ১৮ লক্ষ প্রদীপ জ্বালিয়ে দীপোৎসবের সূচনা প্রধানমন্ত্রীর, আজ অযোধ্যা আলোকজ্জ্বল...

অটোচালকের তৎপরতায় প্রাণ বাঁচে মা ও শিশুর, বলছেন স্থানীয়রা। স্থানীয়দের তরফ থেকেই নিয়ে আসা হয় কাপড় তোয়ালে-সহ গরম জল। সুন্দরবনবাসীদের কোলেই স্বস্তির নিঃশ্বাস ফেলল দুর্যোগ মাথায় করে জন্মগ্রহণ করা সদ্যোজাত শিশুপুত্র অরণ্য। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছে বলেই জানা গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধন্বন্তরী দেবীর মন্দির মানেই ৪০০ বছরের ইতিহাস-মাহাত্ম! আলাদা জায়গা করে নিয়েছে ভক্তদের মনে
আরও দেখুন

রুদ্র নারায়ণ রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সুন্দরবনে দুর্যোগ মাথায় করে অটোতেই জন্ম নিল ‘অরণ্য’ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল