এ বছর বইমেলায় ৬০০ টিরও বেশি স্টল থাকছে। তা ছাড়াও রয়েছে ২২০টি লিটল ম্যাগাজিনের স্টলও বলে মেলা কমিটি সূত্রে জানা যায়। এ বছরই প্রথম লাইভ ওয়েবসাইট চালু হচ্ছে বইমেলার। এই ওয়েবসাইটে সরাসরি বইমেলার স্টল, প্রোগ্রাম ও সেমিনার অনলাইনের মাধ্যমে দেখা যাবে। এমনকী ই-পাসেরও ব্যবস্থা থাকছে। প্রায় দু'বছর পর হচ্ছে বইমেলা (North 24 Parganas News)। তাই, এ বছর বইমেলাকে ঘিরে মানুষের উৎসাহ উদ্দীপনাও অনেক বেশি থাকবে বলে মনে করছেন গিল্ড কর্তৃপক্ষ। এদিন মেলার উদ্বোধন করতে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দেখেন বিভিন্ন স্টল গুলি। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, সেন্ট্রাল পার্কের নাম পরিবর্তন করে ‘বইমেলা প্রাঙ্গন’ হিসাবেই পরিচিতি লাভ করবে এই প্রাঙ্গণ। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ নিয়ে আবেগে ভাসতেও দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় কে। তিনি বলেন, "দুই দেশের মধ্যে কোনও বিভেদ নেই। তারা একে অপরের চিরসাথী। সীমানা দিয়ে দুই বাংলাকে আলাদা করা যায় না।"
advertisement
সকলকে কমপক্ষে একবার মেলায় আসার আহ্বানও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (North 24 Parganas News)। এবারের বই মেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০টি বই প্রকাশ হওয়ার কথা রয়েছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী সুজিত বসু, কুণাল ঘোষ, বিধান নগরের নবনির্বাচিত মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র স্টলেরও উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বইমেলা উপলক্ষে অতিরিক্ত বাস চালানোর ঘোষণা করা হয়। এছাড়াও নিরাপত্তার দায়িত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলেও জানানো হয়। এবারের বইমেলা চলবে ১৩ মার্চ পর্যন্ত।
Rudra Narayan Roy